যশোর প্রতিনিধি
যশোরে কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জরুরি কোনো কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউ। যশোর বিমানবন্দরের আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার যশোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা জেলাটিতে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে তীব্র শীতের কারণে আজ মঙ্গলবার যশোরের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেন ও জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল হান্নান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেন বলেন, বিরূপ আবহাওয়ার কারণে মঙ্গলবার জেলার সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হান্নান বলেন, যশোরে কয়েক দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে সব প্রাথমিক বিদ্যালয় আজ মঙ্গলবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে
যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে যশোরে টানা শৈত্যপ্রবাহে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শহর ও গ্রামের বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় খড়কুটো জ্বালিয়ে তাপ নিতে দেখা গেছে মানুষকে। এ ছাড়া ঘন কুয়াশায় রাস্তায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। এদিকে দুস্থদের মধ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হচ্ছে।
শহরের ধর্মতলা এলাকার চা-দোকানি আসমা বেগম বলেন, সকালবেলা দোকান খুললেও শীতের কারণে তেমন লোকজনের দেখা নেই। বেচাবিক্রি অর্ধেকে নেমে এসেছে।
ইজিবাইকচালক হাফিজুর রহমান বলেন, পেটের দায়ে রাস্তায় বের হয়েছি। এখন দেখছি লোকজনের দেখা নেই। চারজনের সংসার চালাতে হবে। কাজে না এসে তো উপায় নেই।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম বলেন, ‘আমাদের ৬১ হাজার কম্বল সরকারিভাবে বরাদ্দ ছিল। সেগুলো ইতিমধ্যে উপজেলা ও মাঠ পর্যায়ে বিতরণ করা হয়ে গেছে। আরও চাহিদা পাঠানো হয়েছে, এলে পুনরায় বিতরণ করা হবে।’
যশোরে কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জরুরি কোনো কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউ। যশোর বিমানবন্দরের আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার যশোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা জেলাটিতে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে তীব্র শীতের কারণে আজ মঙ্গলবার যশোরের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেন ও জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল হান্নান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেন বলেন, বিরূপ আবহাওয়ার কারণে মঙ্গলবার জেলার সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হান্নান বলেন, যশোরে কয়েক দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে সব প্রাথমিক বিদ্যালয় আজ মঙ্গলবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে
যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে যশোরে টানা শৈত্যপ্রবাহে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শহর ও গ্রামের বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় খড়কুটো জ্বালিয়ে তাপ নিতে দেখা গেছে মানুষকে। এ ছাড়া ঘন কুয়াশায় রাস্তায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। এদিকে দুস্থদের মধ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হচ্ছে।
শহরের ধর্মতলা এলাকার চা-দোকানি আসমা বেগম বলেন, সকালবেলা দোকান খুললেও শীতের কারণে তেমন লোকজনের দেখা নেই। বেচাবিক্রি অর্ধেকে নেমে এসেছে।
ইজিবাইকচালক হাফিজুর রহমান বলেন, পেটের দায়ে রাস্তায় বের হয়েছি। এখন দেখছি লোকজনের দেখা নেই। চারজনের সংসার চালাতে হবে। কাজে না এসে তো উপায় নেই।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম বলেন, ‘আমাদের ৬১ হাজার কম্বল সরকারিভাবে বরাদ্দ ছিল। সেগুলো ইতিমধ্যে উপজেলা ও মাঠ পর্যায়ে বিতরণ করা হয়ে গেছে। আরও চাহিদা পাঠানো হয়েছে, এলে পুনরায় বিতরণ করা হবে।’
দখলের সংক্রমণ থেকে বেরই হতে পারছে না রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল। দখলের থাবায় ক্রমে আয়তন কমছে বিশেষায়িত এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির। সীমানা প্রাচীরের বাইরে জমি দখল করে গড়ে উঠেছে সাততলা বস্তি, ঘর, দোকান, কাঁচাবাজারসহ বিভিন্ন স্থাপনা।
১ ঘণ্টা আগেঅবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের কঠোর নির্দেশনার পর রংপুরের বদরগঞ্জের প্রশাসন কিছুটা তৎপর হয়ে উঠলেও ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় ঘেঁষে প্রধান শিক্ষকের অবৈধ দুটি ইটভাটা বন্ধ করতে পারেনি বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে২০ বছর আগে গ্রাহককে প্রদান করা ঋণের টাকা আদায় না করায় উদাসীনতার দায়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রৌমারী উপজেলা কার্যালয়ের জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিআরডিবি, কুড়িগ্রামের উপপরিচালককে এ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন...
৩ ঘণ্টা আগেবরিশাল নগরের পোর্ট রোড মোকাম এখন ইলিশের বদলে তরমুজে সয়লাব। রোজায় আগাম এ ফলের যেমন চাহিদা, তেমনি দরও চড়া। কিন্তু শঙ্কার বিষয় হলো, আগাম আসা এ তরমুজের একাংশ এখনো অপরিপক্ব। অতি মুনাফার লোভে কৃষক অতিরিক্ত রাসায়নিক ও হরমোন প্রয়োগ করে বাজারে তুলেছেন। এ কারণে স্বাদের তরমুজ অনেকটা বিস্বাদ।
৩ ঘণ্টা আগে