Ajker Patrika

মানবতাবিরোধী অপরাধের মামলার আমজাদ হোসেন মোল্লার জামিন বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মানবতাবিরোধী অপরাধের মামলার আমজাদ হোসেন মোল্লার জামিন বাতিল

মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের বাঘারপাড়ার আমজাদ হোসেন মোল্লার জামিন বাতিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ এনে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। 

২০১৮ সালে ১৬ এপ্রিল রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন তুলে ধরা হয়। ৫ জনের মধ্যে গ্রেপ্তার ছিলেন আমজাদ হোসেন মোল্লা। পরে তাঁকে জামিন দেন ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে আটক, নির্যাতন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে। 

আদালতে প্রসিকিউটর ছিলেন রেজিয়া সুলতানা চমন। আসামি পক্ষে ছিলেন আইনজীবী গাজী এম এইচ তামিম। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে মুসলিম লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে বর্তমানে আমজাদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত