Ajker Patrika

রূপসায় ৭ সহযোগীসহ জুনায়েদ বাহিনীর প্রধান গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
খুলনার রূপসায় সাত সহযোগীসহ জুনায়েদ বাহিনী গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা অস্ত্র। ছবি: সংগৃহীত
খুলনার রূপসায় সাত সহযোগীসহ জুনায়েদ বাহিনী গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা অস্ত্র। ছবি: সংগৃহীত

খুলনার রূপসায় সাত সহযোগীসহ জুনায়েদ বাহিনীর প্রধানকে অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের জুনায়েদের ডক ও জুনায়েদের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রূপসার মিলকি দেয়াড়ার শেখ নুরুদ্দীনের ছেলে মো. জোনায়েদ (৫৫), ছোট দুই ভাই মো. জাহিদুজ্জামান (৪৮) ও মো. মোশারফ হোসেন (৪২); জোনায়েদের ছেলে শেখ জিদান (২৬), লুৎফর রহমানের ছেলে মো. মিজানুর (৪৩) ও আজানুর মুন্সি (৩৬); মোজাহার উদ্দীনের ছেলে জহির উদ্দীন (৩৬) এবং আলতাফ হোসেনের ছেলে মো. মাসুদ রানা (৪০)।

অভিযানে তাঁদের কাছে থেকে দেশীয় তৈরি একটি পিস্তল, চারটি পাইপগান, একটি চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের বিষয়ে মামলা করা হবে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত