কুষ্টিয়া প্রতিনিধি
সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় বিএনপির পদযাত্রা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় কুষ্টিয়ার বাইপাস ও তার আশপাশের এলাকায় বের হওয়া বিএনপির নেতা-কর্মীদের মধ্য থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ।
আটক নেতা-কর্মীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিটি জেলায় বিএনপির পদযাত্রা কর্মসূচির লক্ষ্যে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার ত্রিমোহিনী বাইপাস এলাকায় নেতা-কর্মীরা জড়ো হলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে শহর এবং এর আশপাশের এলাকায় ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। ত্রিমোহিনী বাইপাস এলাকায় যাওয়ার প্রতিটি রাস্তায় বসানো হয় পুলিশের চেকপোস্ট। এ ছাড়া সাঁজোয়া যানসহ শহরজুড়ে ছিল পুলিশের টহল।
কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি সোহরাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বিনা কারণেই পুলিশ বাধা দিয়েছে। এ সময় আমাদের নেতা-কর্মীদের লাঠিপেটা করা হয়েছে। সেখান থেকে বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে আটকও করেছে পুলিশ।’
আটক এবং লাঠিপেটার বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ারে হোসেন খান বলেন, ‘পদযাত্রার নামে রাজশাহী-খুলনা মহাসড়কের ওপর অসৎ উদ্দেশ্যে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হচ্ছিলেন। জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পুলিশ কোনো লাঠিপেটা করেনি। এ সময় বিভিন্ন সড়কে আইনবিরোধী কর্মকাণ্ডের চেষ্টা করায় ১০ বিএনপি নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।’
সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় বিএনপির পদযাত্রা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় কুষ্টিয়ার বাইপাস ও তার আশপাশের এলাকায় বের হওয়া বিএনপির নেতা-কর্মীদের মধ্য থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ।
আটক নেতা-কর্মীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিটি জেলায় বিএনপির পদযাত্রা কর্মসূচির লক্ষ্যে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার ত্রিমোহিনী বাইপাস এলাকায় নেতা-কর্মীরা জড়ো হলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে শহর এবং এর আশপাশের এলাকায় ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। ত্রিমোহিনী বাইপাস এলাকায় যাওয়ার প্রতিটি রাস্তায় বসানো হয় পুলিশের চেকপোস্ট। এ ছাড়া সাঁজোয়া যানসহ শহরজুড়ে ছিল পুলিশের টহল।
কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি সোহরাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বিনা কারণেই পুলিশ বাধা দিয়েছে। এ সময় আমাদের নেতা-কর্মীদের লাঠিপেটা করা হয়েছে। সেখান থেকে বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে আটকও করেছে পুলিশ।’
আটক এবং লাঠিপেটার বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ারে হোসেন খান বলেন, ‘পদযাত্রার নামে রাজশাহী-খুলনা মহাসড়কের ওপর অসৎ উদ্দেশ্যে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হচ্ছিলেন। জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পুলিশ কোনো লাঠিপেটা করেনি। এ সময় বিভিন্ন সড়কে আইনবিরোধী কর্মকাণ্ডের চেষ্টা করায় ১০ বিএনপি নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।’
খুলনা জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) কমিটি নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। সমিতির একটি পক্ষ বলেছেন খুলনার আলোচিত শেখ বাড়ির আশির্বাদপুষ্টদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে এই কমিটি বাতিল করে নির্বাচন কমিটি গঠনের দাবি তাদের।
৭ মিনিট আগেকুষ্টিয়ায় ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় শাহিন ইসলাম (৩০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে নোয়াখালীর সুধারাম উপজেলার হাউজিং সেন্টার রোড থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
২৪ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস বাজার এলাকায় র্যাবের পোশাক (কটি) পরে তিনজন ব্যক্তি এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গতকাল রাতে ঘটনা জানাজানি হয়।
১ ঘণ্টা আগেআগামী একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের (ডিপিপি) অনুমোদনের দাবিতে অনির্দিষ্টকালের গণ-অনশনে থাকা ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শনিবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ শিক্ষার্থীরা গণ অনশন শুরু করেন।
১ ঘণ্টা আগে