Ajker Patrika

কুষ্টিয়ায় বিএনপির পদযাত্রা ছত্রভঙ্গ করল পুলিশ, আটক ১০ 

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৪২
কুষ্টিয়ায় বিএনপির পদযাত্রা ছত্রভঙ্গ করল পুলিশ, আটক ১০ 

সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় বিএনপির পদযাত্রা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় কুষ্টিয়ার বাইপাস ও তার আশপাশের এলাকায় বের হওয়া বিএনপির নেতা-কর্মীদের মধ্য থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ। 

আটক নেতা-কর্মীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিটি জেলায় বিএনপির পদযাত্রা কর্মসূচির লক্ষ্যে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার ত্রিমোহিনী বাইপাস এলাকায় নেতা-কর্মীরা জড়ো হলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে শহর এবং এর আশপাশের এলাকায় ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। ত্রিমোহিনী বাইপাস এলাকায় যাওয়ার প্রতিটি রাস্তায় বসানো হয় পুলিশের চেকপোস্ট। এ ছাড়া সাঁজোয়া যানসহ শহরজুড়ে ছিল পুলিশের টহল। 

কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি সোহরাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বিনা কারণেই পুলিশ বাধা দিয়েছে। এ সময় আমাদের নেতা-কর্মীদের লাঠিপেটা করা হয়েছে। সেখান থেকে বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে আটকও করেছে পুলিশ।’ 

কুষ্টিয়ায় রাস্তার পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁজোয়া যান। ছবি: আজকের পত্রিকাআটক এবং লাঠিপেটার বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ারে হোসেন খান বলেন, ‘পদযাত্রার নামে রাজশাহী-খুলনা মহাসড়কের ওপর অসৎ উদ্দেশ্যে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হচ্ছিলেন। জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পুলিশ কোনো লাঠিপেটা করেনি। এ সময় বিভিন্ন সড়কে আইনবিরোধী কর্মকাণ্ডের চেষ্টা করায় ১০ বিএনপি নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত