Ajker Patrika

মহেশপুরে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষ, নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৩: ৩৫
মহেশপুরে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষ, নিহত ২

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাহেন্দ্রেরদুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ মঙ্গলবার সকালে উপজেলার ভালাইপুর দর্গামোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উপজেলার পান্তাপাড়া গ্রামের আবুল কাশেম (৫৫) এবং পাশের ঘুগরি গ্রামের আলমগীর হোসেন (৩৫)।

মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) ব্রজবল্লভ সাধু বলেন, মাহেন্দ্রতে চড়ে যাত্রীরা মহেশপুর হয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। ভালাইপুর দর্গামোড়ে গেলে একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই আবুল কাশেম ও আলমগীর হোসেনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে আবুল কাশেম ঝিনাইদহ আদালতে একটি মামলার কাজে যাচ্ছিলেন এবং আলমগীর হোসেন পাসপোর্টসংক্রান্ত কাজে পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন।

মহেশপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়া তাসলিমা, সেলিম, আকিদুল, কালুসহ পাঁচজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের শারীরিক অবস্থা বেশি খারাপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত