খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। তবে এমন অভিযোগের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ঘটনার মোড় বদলে গেছে। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে ধর্ষণের অভিযোগকারী ওই তরুণীকে এজাজ আহমেদের লোকজন তুলে নেওয়ার পর তিনি এখন বলছেন, তাঁকে ধর্ষণ বা অপহরণের ঘটনা ঘটেনি। তাঁর পরিবারও কোনো মামলা করবে না বলে পুলিশের কাছে মুচলেকা দিয়ে বাড়ি ফিরেছে।
এদিকে তরুণীকে তুলে নেওয়ার ঘটনায় জড়িত এজাজ আহমেদের চাচাতো ভাই রুদাঘরা ইউনিয়নের চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামানকে ছেড়ে দিয়েছে পুলিশ। মেয়েটি পুরো ঘটনা অস্বীকার করায় এলাকায় এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
গুঞ্জন উঠেছে, ওই তরুণীকে তুলে নিয়ে যাওয়ার পর দুই পক্ষের মধ্যে ‘সমঝোতা’ হওয়ায় পরিবারটি এখন ঘটনাটি চেপে যাচ্ছে।
পুলিশ সূত্র জানায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তুলে নেওয়ার ছয় ঘণ্টা পর সেই মাইক্রোবাসে করেই খুলনা সোনাডাঙ্গা থানায় হাজির হয়েছিলেন ধর্ষণের অভিযোগ করা সেই তরুণী ও তাঁর মা।
পুলিশের জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমের কাছে ওই তরুণী দাবি করেন, তাঁকে ধর্ষণ বা অপহরণ করা হয়নি। কোনো অভিযোগ না থাকায়, পুলিশ সবাইকে ছেড়ে দিয়েছে। রাত ১২টায় ডুমুরিয়ার নিজ বাড়িতে ফিরে গেছেন তাঁরা।
এর আগে শনিবার রাতে খুলনার ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ওই তরুণী। বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে অনেক দিন ধরে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ছিল তাঁর। গত শনিবার রাত সোয়া ১১টার দিকে ওই নারী নিজেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি হন।
গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় তাঁকে ছাড়পত্র দেওয়া হলে হাসপাতালের ওসিসির সামনে থেকে ফিল্মি স্টাইলে তরুণী ও তাঁর মাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান। তিনি ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের চাচাতো ভাই। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হলে তৎপর হয় পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ একাধিক সূত্র জানিয়েছে, তুলে নেওয়ার পর ওই তরুণী ও তাঁর মাকে কেশবপুর উপজেলার তাঁদের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১০টায় সেই মাইক্রোবাসে করে থানায় উপস্থিত হন তরুণী ও তাঁর মা। থানায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের সঙ্গে কথা বলেন।
জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমের কাছে তরুণী জানান, তিনি ধর্ষণের শিকার হননি। তাঁর ভাই ও আরেক ব্যক্তি তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে ভর্তি করেছিলেন। গতকাল বিকেলে সেখান থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি গাড়িতে নিজেই রওনা দেন এবং যশোরের কেশবপুরে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। এরপর পুলিশ তাঁদের খবর দিলে তাঁরা থানায় আসেন।
কেন ওই দুজন (তুলে নেওয়া ব্যক্তি) তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন—সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি কোনো জবাব দেননি। নিজেকে মানসিকভাবে বিপর্যস্ত দাবি করে অতিরিক্ত প্রশ্ন করলে ‘পাগল’ হয়ে যাবেন বলে জানান।
সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানিয়েছেন, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ তাঁকে ধর্ষণ করেননি। এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাঁকে কেউ অপহরণও করেননি। নিজেই এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন।
আমিরুল ইসলাম আরও জানান, অপহরণের অভিযোগে আটক করা এজাজের চাচাতো ভাই গাজী তৌহিদুজ্জামানের বিরুদ্ধেও ওই তরুণীর কোনো অভিযোগ নেই। সে কারণে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে এই ঘটনার পর থেকে তরুণীর ভাইয়ের মোবাইল ফোন বন্ধ। অন্যদিকে, উপজেলা চেয়ারম্যান এজাজও লোকচক্ষুর আড়ালে রয়েছেন। তাঁর মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
বাংলাদেশ মানবাধিকবার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, ‘ওই নারীকে আইনি সহায়তা দিতে সাত সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে গতকাল বিকেলে হাসপাতালের ওসিসিতে গিয়ে কথা বলি। তখন মেয়েটি শক্ত অবস্থানে ছিল এবং আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল। কিন্তু তাকে জিম্মি করে তুলে নিয়ে যাওয়ার পর আতঙ্ক সৃষ্টি হয়। ওই তরুণী ও তার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে মানসিকভাবে বিপর্যস্ত করে তাদের “ম্যানেজ” করেছে। এখন মেয়েটিকে জুডিশিয়াল হেফাজতে রেখে মানসিকভাবে তৈরি করতে হবে। তাহলে মেয়েটি আইনি লড়াই চালাতে সাহস ও শক্তি পাবে।’
খুলনার ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। তবে এমন অভিযোগের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ঘটনার মোড় বদলে গেছে। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে ধর্ষণের অভিযোগকারী ওই তরুণীকে এজাজ আহমেদের লোকজন তুলে নেওয়ার পর তিনি এখন বলছেন, তাঁকে ধর্ষণ বা অপহরণের ঘটনা ঘটেনি। তাঁর পরিবারও কোনো মামলা করবে না বলে পুলিশের কাছে মুচলেকা দিয়ে বাড়ি ফিরেছে।
এদিকে তরুণীকে তুলে নেওয়ার ঘটনায় জড়িত এজাজ আহমেদের চাচাতো ভাই রুদাঘরা ইউনিয়নের চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামানকে ছেড়ে দিয়েছে পুলিশ। মেয়েটি পুরো ঘটনা অস্বীকার করায় এলাকায় এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
গুঞ্জন উঠেছে, ওই তরুণীকে তুলে নিয়ে যাওয়ার পর দুই পক্ষের মধ্যে ‘সমঝোতা’ হওয়ায় পরিবারটি এখন ঘটনাটি চেপে যাচ্ছে।
পুলিশ সূত্র জানায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তুলে নেওয়ার ছয় ঘণ্টা পর সেই মাইক্রোবাসে করেই খুলনা সোনাডাঙ্গা থানায় হাজির হয়েছিলেন ধর্ষণের অভিযোগ করা সেই তরুণী ও তাঁর মা।
পুলিশের জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমের কাছে ওই তরুণী দাবি করেন, তাঁকে ধর্ষণ বা অপহরণ করা হয়নি। কোনো অভিযোগ না থাকায়, পুলিশ সবাইকে ছেড়ে দিয়েছে। রাত ১২টায় ডুমুরিয়ার নিজ বাড়িতে ফিরে গেছেন তাঁরা।
এর আগে শনিবার রাতে খুলনার ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ওই তরুণী। বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে অনেক দিন ধরে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ছিল তাঁর। গত শনিবার রাত সোয়া ১১টার দিকে ওই নারী নিজেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি হন।
গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় তাঁকে ছাড়পত্র দেওয়া হলে হাসপাতালের ওসিসির সামনে থেকে ফিল্মি স্টাইলে তরুণী ও তাঁর মাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান। তিনি ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের চাচাতো ভাই। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হলে তৎপর হয় পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ একাধিক সূত্র জানিয়েছে, তুলে নেওয়ার পর ওই তরুণী ও তাঁর মাকে কেশবপুর উপজেলার তাঁদের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১০টায় সেই মাইক্রোবাসে করে থানায় উপস্থিত হন তরুণী ও তাঁর মা। থানায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের সঙ্গে কথা বলেন।
জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমের কাছে তরুণী জানান, তিনি ধর্ষণের শিকার হননি। তাঁর ভাই ও আরেক ব্যক্তি তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে ভর্তি করেছিলেন। গতকাল বিকেলে সেখান থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি গাড়িতে নিজেই রওনা দেন এবং যশোরের কেশবপুরে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। এরপর পুলিশ তাঁদের খবর দিলে তাঁরা থানায় আসেন।
কেন ওই দুজন (তুলে নেওয়া ব্যক্তি) তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন—সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি কোনো জবাব দেননি। নিজেকে মানসিকভাবে বিপর্যস্ত দাবি করে অতিরিক্ত প্রশ্ন করলে ‘পাগল’ হয়ে যাবেন বলে জানান।
সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানিয়েছেন, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ তাঁকে ধর্ষণ করেননি। এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাঁকে কেউ অপহরণও করেননি। নিজেই এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন।
আমিরুল ইসলাম আরও জানান, অপহরণের অভিযোগে আটক করা এজাজের চাচাতো ভাই গাজী তৌহিদুজ্জামানের বিরুদ্ধেও ওই তরুণীর কোনো অভিযোগ নেই। সে কারণে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে এই ঘটনার পর থেকে তরুণীর ভাইয়ের মোবাইল ফোন বন্ধ। অন্যদিকে, উপজেলা চেয়ারম্যান এজাজও লোকচক্ষুর আড়ালে রয়েছেন। তাঁর মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
বাংলাদেশ মানবাধিকবার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, ‘ওই নারীকে আইনি সহায়তা দিতে সাত সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে গতকাল বিকেলে হাসপাতালের ওসিসিতে গিয়ে কথা বলি। তখন মেয়েটি শক্ত অবস্থানে ছিল এবং আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল। কিন্তু তাকে জিম্মি করে তুলে নিয়ে যাওয়ার পর আতঙ্ক সৃষ্টি হয়। ওই তরুণী ও তার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে মানসিকভাবে বিপর্যস্ত করে তাদের “ম্যানেজ” করেছে। এখন মেয়েটিকে জুডিশিয়াল হেফাজতে রেখে মানসিকভাবে তৈরি করতে হবে। তাহলে মেয়েটি আইনি লড়াই চালাতে সাহস ও শক্তি পাবে।’
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম যেন বিভীষিকাময় হয়ে উঠেছে। ফেসবুকে ঢুকলেই ওই দুর্ঘটনার মন খারাপ করা ছবি ও ভিডিও এড়িয়ে যাওয়ার উপায় নেই। স্ক্রল করতে করতে হঠাৎ চোখ আটকে যায় ‘এসএসসি ০৫-এইচএসসি ০৭’ গ্রুপের একটি পোস্টে।
৪ ঘণ্টা আগেজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডরে আগের দিনের মতো চিৎকার-চেঁচামেচি ছিল না গতকাল মঙ্গলবার। ছিল না রক্তের জন্য ছোটাছুটি। হাসপাতালজুড়ে কেমন যেন একটা উৎকণ্ঠা। এই উৎকণ্ঠা দগ্ধ শিশুগুলোর স্বজনদের চোখেমুখে। সবার প্রার্থনা, আর যেন কোনো দুঃসংবাদ কানে না আসে, সব শিশু যেন সুস্থ হয়ে ওঠে।
৪ ঘণ্টা আগেশিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধের অসাধারণ উদাহরণ তৈরি করে গেলেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরী। যুদ্ধবিমানটি যখন তাঁর প্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়, তখনো তিনি অক্ষত ও সুস্থ ছিলেন। কিন্তু বিপদের মুখেই তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন নিজের সন্তানের মতো ছাত্রছাত্রীদের বাঁচাতে।
৪ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের কোলাহল নেই। বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমানের বিকট শব্দে থেমে গেছে সেই কোলাহল। থামেনি সন্তান বা স্বজনহারাদের বুকফাটা কান্না, মাতম। হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে আহত ও দগ্ধরা।
৪ ঘণ্টা আগে