দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে হাট ইজারাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এ সময় আত্মরক্ষায় তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন ওই ব্যবসায়ী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
গতকাল রোববার বিকেলে উপজেলার তারাগুনিয়া বাজার সংলগ্ন ব্যবসায়ী হুমায়ুন কবির জনির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিপক্ষের লোকজন দেশিও অস্ত্র সহকারে হামলা চালায়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে হামলার প্রমাণ পাওয়া গেছে।
ব্যবসায়ী হুমায়ূন কবির জনি বলেন, ‘হাট ইজারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে। সে সময় পরিবারের নিরাপত্তার স্বার্থে আমি আমার অনুমোদিত একনলা বন্ধুক দিয়ে তিন রাউন্ড ফাঁক গুলি করি। এতে প্রতিপক্ষের লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।’
এ সময় তিনি আরও বলেন, ‘তারাগুনিয়া তহ-হাটের ইজারা নিতে আমিসহ অনেকেই দরপত্র কিনেছে, যে সরকারকে বেশি রাজস্ব দেবে সে হাটের ইজারা পাবে। হামলার ঘটনায় রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। তা ছাড়া আত্মরক্ষায় করা গুলির বিষয়ে একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত মামলত মণ্ডল বলেন, ‘এ ধরনের হামলার কোনো ঘটনায় আমি ছিলাম না, জানিও না।
আরেক অভিযুক্ত বরকত মণ্ডল হামলার বিষয়টি স্বীকার করে বলেন, ‘জনির কাছ আমি ৩ বছর আগে হাটের অংশীদার হতে টাকা দিয়েছিলাম, পরে অংশীদারত্বও দেয়নি, টাকাও ফেরত দেয়নি। গতকাল বিকেলে টাকা চাইতে গিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। তখন জনি গুলি করলে আমরা পালিয়ে আসি।’
তবে তাঁদের সঙ্গে আর্থিক কোনো লেনদেন নেই বলে জানিয়েছেন জনি।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘তেমন বড় কিছু ঘটেনি। হাটের শিডিউল জমা সংক্রান্ত বিষয়ে এই ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনে।’
কুষ্টিয়ার দৌলতপুরে হাট ইজারাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এ সময় আত্মরক্ষায় তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন ওই ব্যবসায়ী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
গতকাল রোববার বিকেলে উপজেলার তারাগুনিয়া বাজার সংলগ্ন ব্যবসায়ী হুমায়ুন কবির জনির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিপক্ষের লোকজন দেশিও অস্ত্র সহকারে হামলা চালায়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে হামলার প্রমাণ পাওয়া গেছে।
ব্যবসায়ী হুমায়ূন কবির জনি বলেন, ‘হাট ইজারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে। সে সময় পরিবারের নিরাপত্তার স্বার্থে আমি আমার অনুমোদিত একনলা বন্ধুক দিয়ে তিন রাউন্ড ফাঁক গুলি করি। এতে প্রতিপক্ষের লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।’
এ সময় তিনি আরও বলেন, ‘তারাগুনিয়া তহ-হাটের ইজারা নিতে আমিসহ অনেকেই দরপত্র কিনেছে, যে সরকারকে বেশি রাজস্ব দেবে সে হাটের ইজারা পাবে। হামলার ঘটনায় রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। তা ছাড়া আত্মরক্ষায় করা গুলির বিষয়ে একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত মামলত মণ্ডল বলেন, ‘এ ধরনের হামলার কোনো ঘটনায় আমি ছিলাম না, জানিও না।
আরেক অভিযুক্ত বরকত মণ্ডল হামলার বিষয়টি স্বীকার করে বলেন, ‘জনির কাছ আমি ৩ বছর আগে হাটের অংশীদার হতে টাকা দিয়েছিলাম, পরে অংশীদারত্বও দেয়নি, টাকাও ফেরত দেয়নি। গতকাল বিকেলে টাকা চাইতে গিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। তখন জনি গুলি করলে আমরা পালিয়ে আসি।’
তবে তাঁদের সঙ্গে আর্থিক কোনো লেনদেন নেই বলে জানিয়েছেন জনি।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘তেমন বড় কিছু ঘটেনি। হাটের শিডিউল জমা সংক্রান্ত বিষয়ে এই ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনে।’
ঢাকায় বিধ্বস্ত হওয়া বিমানটির পাইলট স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগরের দাফনের প্রস্তুতি চলছে রাজশাহীতে। নগরের সপুরা গোরস্থানে আজ মঙ্গলবার সকাল থেকে কবর খননের কাজ শুরু হয়।
১৫ মিনিট আগেমধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে স্থানীয় সাহানীয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। তাঁর নাম মো. রায়হান (২০)। তিনি উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উত্তরপাড়া এলাকার নুর মোহাম্মদ নুরুর ছেলে। কাতারের হোমসালাল মোহাম্মদ
৩০ মিনিট আগেআলোচনা শেষে আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, মাইলস্টোন স্কুলে একটি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এতে নিহত ও আহতের তথ্য থাকছে। কেউ নিখোঁজ থাকলে, সে তথ্য থাকছে। এখান থেকে তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে।
৪৩ মিনিট আগেবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যুর সঙ্গে একটানা লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালো রাঙামাটির উ ক্য সাইন মারমা।
১ ঘণ্টা আগে