যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুর সহকারী জজ আদালতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ওই আদালতের বিচারক মোসা. নাজনীন সুলতানার কম্পিউটারের সিপিইউসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। গতকাল শনিবার রাতে আদালত কক্ষের দরজার তালার নাটবল্টু খুলে এ চুরির ঘটনা ঘটে।
জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও নাজির মো. বাবর আলী চুরির বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিচারকের কম্পিউটারের একটি সিপিইউ চুরি হয়েছে। এ ছাড়া কোনো কাগজপত্র চুরি হয়েছে কিনা সেটা বলা সম্ভব হচ্ছে না। আমরা মামলা করব। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবার কাজ শেষ কেশবপুর সহকারী জজ আদালতের কক্ষ তালাবদ্ধ করে চলে যান পেশকার মনিরুজ্জামানসহ অন্যরা। ব্যক্তিগত প্রয়োজনে পেশকার আজ রোববার ও আগামীকাল সোমবার ছুটি নেওয়ায় ভারপ্রাপ্ত পেশকার হিসেবে দায়িত্ব পান শরিফুল আলম।
রোববার সকালে তিনি আদালতে এসে দরজা খোলা দেখতে পান। এ সময় আদালত কক্ষে কেউ ছিলেন না। পিয়নকে ডেকে আনলে জানান তিনি তালা খোলেনি। এরপর বিষয়টি আদালতের বিচারক নাজনিন সুলতানাকে জানানো হয়। পরে বিচারক বিষয়টি পুলিশকে জানান। পুলিশের দুই উপপরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেন।
পেশকার শরিফুল আলম বলেন, সকালে এসে আদালতের দরজা খোলা দেখতে পান। দরজার তালা লাগানো ছিল। তবে তালা লাগানোর হ্যাসবোল্টের নাট বল্টু খোলা ছিল। এই এজলাসে নতুন ফলে কি কি খোয়া গেছে তা জানা নেই। পুলিশ এসে বিচারকের সঙ্গে কথা বলে গেছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, খবর শুনে পুলিশের একটি টিম আদালতে যায়। সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে। যা যা চুরি হয়েছে সেগুলো লিপিবদ্ধ করা হয়েছে। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
যশোরের কেশবপুর সহকারী জজ আদালতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ওই আদালতের বিচারক মোসা. নাজনীন সুলতানার কম্পিউটারের সিপিইউসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। গতকাল শনিবার রাতে আদালত কক্ষের দরজার তালার নাটবল্টু খুলে এ চুরির ঘটনা ঘটে।
জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও নাজির মো. বাবর আলী চুরির বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিচারকের কম্পিউটারের একটি সিপিইউ চুরি হয়েছে। এ ছাড়া কোনো কাগজপত্র চুরি হয়েছে কিনা সেটা বলা সম্ভব হচ্ছে না। আমরা মামলা করব। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবার কাজ শেষ কেশবপুর সহকারী জজ আদালতের কক্ষ তালাবদ্ধ করে চলে যান পেশকার মনিরুজ্জামানসহ অন্যরা। ব্যক্তিগত প্রয়োজনে পেশকার আজ রোববার ও আগামীকাল সোমবার ছুটি নেওয়ায় ভারপ্রাপ্ত পেশকার হিসেবে দায়িত্ব পান শরিফুল আলম।
রোববার সকালে তিনি আদালতে এসে দরজা খোলা দেখতে পান। এ সময় আদালত কক্ষে কেউ ছিলেন না। পিয়নকে ডেকে আনলে জানান তিনি তালা খোলেনি। এরপর বিষয়টি আদালতের বিচারক নাজনিন সুলতানাকে জানানো হয়। পরে বিচারক বিষয়টি পুলিশকে জানান। পুলিশের দুই উপপরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেন।
পেশকার শরিফুল আলম বলেন, সকালে এসে আদালতের দরজা খোলা দেখতে পান। দরজার তালা লাগানো ছিল। তবে তালা লাগানোর হ্যাসবোল্টের নাট বল্টু খোলা ছিল। এই এজলাসে নতুন ফলে কি কি খোয়া গেছে তা জানা নেই। পুলিশ এসে বিচারকের সঙ্গে কথা বলে গেছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, খবর শুনে পুলিশের একটি টিম আদালতে যায়। সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে। যা যা চুরি হয়েছে সেগুলো লিপিবদ্ধ করা হয়েছে। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৮ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে