Ajker Patrika

কেশবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

যশোরের কেশবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনারুল বিশ্বাস (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে যশোর-চুকনগর সড়কের কেশবপুর ট্রাক টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আনারুল বিশ্বাস কেশবপুর পৌরসভার আলতাপোল এলাকার নূর ইসলাম বিশ্বাসের ছেলে। দুর্ঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহী উপজেলার সাবদিয়া গ্রামের মিন্টু হোসেন (৪২)। তিনি খুলনায় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কেশবপুর পৌরসভার কাউন্সিলর আফজাল হোসেন বাবু। তিনি বলেন, ‘আনারুল বিশ্বাস আমার চাচাতো ভাই। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে খুলনার একটি হাসপাতালে আজ সন্ধ্যায় তিনি মারা গেছেন। চিকিৎসাধীন মিন্টুর অবস্থা আশঙ্কাজনক।’

স্থানীয় লোকজন জানান, কেশবপুর বাজারের মুদি ব্যবসায়ী আনারুল বিশ্বাস ও পোলট্রি ব্যবসায়ী মিন্টু হোসেন আজ দুপুরে মোটরসাইকেলে করে যশোরের দিকে যাচ্ছিলেন। পথে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন দুজনেই। তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন, ‘গুরুতর আহত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদেরকে অন্যত্র স্থানান্তর করা হয়। সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে একজন মারা যাওয়ার খবর শুনেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত