কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনারুল বিশ্বাস (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে যশোর-চুকনগর সড়কের কেশবপুর ট্রাক টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনারুল বিশ্বাস কেশবপুর পৌরসভার আলতাপোল এলাকার নূর ইসলাম বিশ্বাসের ছেলে। দুর্ঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহী উপজেলার সাবদিয়া গ্রামের মিন্টু হোসেন (৪২)। তিনি খুলনায় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কেশবপুর পৌরসভার কাউন্সিলর আফজাল হোসেন বাবু। তিনি বলেন, ‘আনারুল বিশ্বাস আমার চাচাতো ভাই। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে খুলনার একটি হাসপাতালে আজ সন্ধ্যায় তিনি মারা গেছেন। চিকিৎসাধীন মিন্টুর অবস্থা আশঙ্কাজনক।’
স্থানীয় লোকজন জানান, কেশবপুর বাজারের মুদি ব্যবসায়ী আনারুল বিশ্বাস ও পোলট্রি ব্যবসায়ী মিন্টু হোসেন আজ দুপুরে মোটরসাইকেলে করে যশোরের দিকে যাচ্ছিলেন। পথে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন দুজনেই। তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন, ‘গুরুতর আহত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদেরকে অন্যত্র স্থানান্তর করা হয়। সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে একজন মারা যাওয়ার খবর শুনেছি।’
যশোরের কেশবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনারুল বিশ্বাস (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে যশোর-চুকনগর সড়কের কেশবপুর ট্রাক টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনারুল বিশ্বাস কেশবপুর পৌরসভার আলতাপোল এলাকার নূর ইসলাম বিশ্বাসের ছেলে। দুর্ঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহী উপজেলার সাবদিয়া গ্রামের মিন্টু হোসেন (৪২)। তিনি খুলনায় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কেশবপুর পৌরসভার কাউন্সিলর আফজাল হোসেন বাবু। তিনি বলেন, ‘আনারুল বিশ্বাস আমার চাচাতো ভাই। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে খুলনার একটি হাসপাতালে আজ সন্ধ্যায় তিনি মারা গেছেন। চিকিৎসাধীন মিন্টুর অবস্থা আশঙ্কাজনক।’
স্থানীয় লোকজন জানান, কেশবপুর বাজারের মুদি ব্যবসায়ী আনারুল বিশ্বাস ও পোলট্রি ব্যবসায়ী মিন্টু হোসেন আজ দুপুরে মোটরসাইকেলে করে যশোরের দিকে যাচ্ছিলেন। পথে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন দুজনেই। তাঁদেরকে উদ্ধার করে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন, ‘গুরুতর আহত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদেরকে অন্যত্র স্থানান্তর করা হয়। সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে একজন মারা যাওয়ার খবর শুনেছি।’
সাউদার্ন ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা সাইদুল ইসলাম চৌধুরী বলেন, ‘‘ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার’’ নামে কোনো বিভাগ আমাদের বিশ্ববিদ্যালয়ে ছিল না, এখনো নেই। কেউ এই নামে সনদ ব্যবহার করলে তা নিশ্চিতভাবে জাল।’
৬ মিনিট আগেনওগাঁর রাণীনগরে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধান কাটা কাস্তে দিয়ে গলা কেটে হত্যার চেষ্টার ঘটনায় স্থানীয়রা সুলতান সরদার (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। আহত ওই কিশোরীকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে গতকাল বুধবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। দায়ে
১৪ মিনিট আগেবরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তরুণীকে ধর্ষণের দায়ে যুবক সুজন বৈরাগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল হাসান এই রায় দেন। এই তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান।
১৬ মিনিট আগেভোটাররা হলের বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করবেন। বুথের ভেতরে কোনো মোবাইল, ক্যামেরা বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। গণমাধ্যমকর্মীরা রিটার্নিং অফিসারের অনুমতিতে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তবে বুথে ঢোকা বা লাইভ সম্প্রচার করা যাবে না।
১৯ মিনিট আগে