খুলনা প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশে ৪৪ ছাত্রের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটি। এদের মধ্যে পূর্বে সাময়িক বহিষ্কার হওয়া কুয়েট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সিএসই বিভাগের শিক্ষার্থী সাদমান নাহিয়ান সেজানসহ ৯ জন রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য মো. রবিউল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন। গতকাল বুধবার রাতে মেইলে এবং আজ বৃহস্পতিবার ডাকযোগে তাঁদের ঠিকানায় কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। এতে আগামী ৩ জানুয়ারির মধ্যে নোটিশের তাদের উত্তর দিতে বলা হয়েছে।
গত ৩০ নভেম্বর দুপুরে ক্যাম্পাস থেকে বাড়ি ফিরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও লালন শাহ হলের প্রভোস্ট মো. সেলিম হোসেন। এই ঘটনা তদন্তে গত ৩ ডিসেম্বর গঠিত কমিটি গত মঙ্গলবার রিপোর্ট দিয়েছে। রিপোর্টে কিছু ছাত্র শৃঙ্খলা ভঙ্গ করেছে বলে উল্লেখ করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় বলে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে। সেই সুপারিশের অংশ হিসেবে এই শোকজ নোটিশ দেওয়া হলো।
এ ঘটনায় শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও দোষীদের শাস্তির দাবি করে ক্যাম্পাসে অবস্থান, শোক র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষক মৃত্যুর ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ ও অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়ায় গত ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃংখলা ও আচরণবিধির আলোকে অসদাচরণের আওতায় সিন্ডিকেট ৯ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।
সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন, কুয়েট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সিএসই বিভাগের শিক্ষার্থী সাদমান নাহিয়ান সেজান ও মো. রিয়াজ খান নিলয়, সিই বিভাগের শিক্ষার্থী মো. তাহামিদুল হক ইশরাক, মাহমুদুল হাসান, মো. রিয়াজ খান নিলয়, এলই বিভাগের শিক্ষার্থী মো. সাদমান সাকিব ও আ. স. ম. রাগিব আহসান মুন্না, এমই বিভাগের শিক্ষার্থী মোহাম্মাদ কামরুজ্জামান, ফয়সাল আহমেদ রিফাত ও মো. নাইমুর রহমান অন্তু।
অপরদিকে গত ৩ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় পর্যন্ত বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয় সিন্ডিকেট সভায়। পরবর্তীতে ১২ ডিসেম্বর সিন্ডিকেটের আরও একটি সভায় ছুটি বাড়িয়ে ২৩ ডিসেম্বর করা হয়। সর্বশেষ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ৯ জানুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম চালু হবে এবং ৭ জানুয়ারি হল খুলবে।
আরও পড়ুন:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশে ৪৪ ছাত্রের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটি। এদের মধ্যে পূর্বে সাময়িক বহিষ্কার হওয়া কুয়েট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সিএসই বিভাগের শিক্ষার্থী সাদমান নাহিয়ান সেজানসহ ৯ জন রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য মো. রবিউল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন। গতকাল বুধবার রাতে মেইলে এবং আজ বৃহস্পতিবার ডাকযোগে তাঁদের ঠিকানায় কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। এতে আগামী ৩ জানুয়ারির মধ্যে নোটিশের তাদের উত্তর দিতে বলা হয়েছে।
গত ৩০ নভেম্বর দুপুরে ক্যাম্পাস থেকে বাড়ি ফিরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও লালন শাহ হলের প্রভোস্ট মো. সেলিম হোসেন। এই ঘটনা তদন্তে গত ৩ ডিসেম্বর গঠিত কমিটি গত মঙ্গলবার রিপোর্ট দিয়েছে। রিপোর্টে কিছু ছাত্র শৃঙ্খলা ভঙ্গ করেছে বলে উল্লেখ করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় বলে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে। সেই সুপারিশের অংশ হিসেবে এই শোকজ নোটিশ দেওয়া হলো।
এ ঘটনায় শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও দোষীদের শাস্তির দাবি করে ক্যাম্পাসে অবস্থান, শোক র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষক মৃত্যুর ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ ও অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়ায় গত ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃংখলা ও আচরণবিধির আলোকে অসদাচরণের আওতায় সিন্ডিকেট ৯ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।
সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন, কুয়েট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সিএসই বিভাগের শিক্ষার্থী সাদমান নাহিয়ান সেজান ও মো. রিয়াজ খান নিলয়, সিই বিভাগের শিক্ষার্থী মো. তাহামিদুল হক ইশরাক, মাহমুদুল হাসান, মো. রিয়াজ খান নিলয়, এলই বিভাগের শিক্ষার্থী মো. সাদমান সাকিব ও আ. স. ম. রাগিব আহসান মুন্না, এমই বিভাগের শিক্ষার্থী মোহাম্মাদ কামরুজ্জামান, ফয়সাল আহমেদ রিফাত ও মো. নাইমুর রহমান অন্তু।
অপরদিকে গত ৩ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় পর্যন্ত বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয় সিন্ডিকেট সভায়। পরবর্তীতে ১২ ডিসেম্বর সিন্ডিকেটের আরও একটি সভায় ছুটি বাড়িয়ে ২৩ ডিসেম্বর করা হয়। সর্বশেষ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ৯ জানুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম চালু হবে এবং ৭ জানুয়ারি হল খুলবে।
আরও পড়ুন:
কোর্ট ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার সাংবাদিককে আদালতে তোলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা গঙ্গাচড়া থানার ওসি আল এমরান ৫ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় দুই দিনের মঞ্জুর করেন।
২ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। উপজেলার মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল এমন প্রত্যয়নপত্র দিয়েছেন বলে জানা গেছে। মো. শরীফ মিয়া (২২) নামে এক যুবককে ধর্ষক হিসেবে আখ্যায়িত করে এ প্রত্যয়নপত্র দেওয়া হয়।
৩৪ মিনিট আগেপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) আওতাধীন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) পিইপিঅ্যান্ডএম বিভাগে কর্মরত মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) মো. আবু তালেব ফরাজীকে কাজের স্বার্থে সংস্থার আওতাধীন বড়পুকুরিয়া...
১ ঘণ্টা আগেসুনামগঞ্জে বাস ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
২ ঘণ্টা আগে