খুলনা প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবসা প্রশাসন বিভাগের ছাত্র অর্ণব কুমার হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি আটকের পর ইনসান শরীফ নামের ওই ব্যক্তিকে আজ রোববার গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে এই মামলায় এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার হয়েছেন।
ইনসান শরীফ সোনাডাঙ্গা তৃতীয় আবাসিক এলাকার একটি বাড়ির ভাড়াটে মোশারেফ হোসেনের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সোনাডাঙ্গা মডেল থানার এসআই আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০ ফেব্রুয়ারি রাতে ময়ূরব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজসহ শরীফকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনেক কিছু স্বীকার করলেও হত্যায় সম্পৃক্ততার কথা স্বীকার করেননি।
এসআই আশরাফুল আলম বলেন, ‘অর্ণব হত্যাকাণ্ডের মামলা স্পর্শকাতর। যথেষ্ট দায়িত্বের সঙ্গে আমরা কাজ করছি। যেখানে যে তথ্য পাচ্ছি, তা গুরুত্বের সঙ্গে দেখছি।’
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘গোলাম রাব্বানি ছাড়া গ্রেপ্তার হওয়া অন্যরা বিভিন্ন মামলার আসামি। তাঁরা সবাই সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রফেশনাল। আমাদের কাছে তাঁরা ঘটনার বিবরণ দিলেও আদালতে স্বীকারোক্তি দেননি। তবে শিগগিরই এ হত্যাকাণ্ডের রহস্য নগরবাসীর কাছে প্রকাশ করা হবে।’
উল্লেখ্য, খুবি ছাত্র অর্ণবকে গত ২৪ জানুয়ারি রাত পৌনে ৯টার দিকে প্রথমে গুলি ও পরবর্তী সময়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন রাতে অর্ণবের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবসা প্রশাসন বিভাগের ছাত্র অর্ণব কুমার হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি আটকের পর ইনসান শরীফ নামের ওই ব্যক্তিকে আজ রোববার গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে এই মামলায় এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার হয়েছেন।
ইনসান শরীফ সোনাডাঙ্গা তৃতীয় আবাসিক এলাকার একটি বাড়ির ভাড়াটে মোশারেফ হোসেনের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সোনাডাঙ্গা মডেল থানার এসআই আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০ ফেব্রুয়ারি রাতে ময়ূরব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজসহ শরীফকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনেক কিছু স্বীকার করলেও হত্যায় সম্পৃক্ততার কথা স্বীকার করেননি।
এসআই আশরাফুল আলম বলেন, ‘অর্ণব হত্যাকাণ্ডের মামলা স্পর্শকাতর। যথেষ্ট দায়িত্বের সঙ্গে আমরা কাজ করছি। যেখানে যে তথ্য পাচ্ছি, তা গুরুত্বের সঙ্গে দেখছি।’
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘গোলাম রাব্বানি ছাড়া গ্রেপ্তার হওয়া অন্যরা বিভিন্ন মামলার আসামি। তাঁরা সবাই সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রফেশনাল। আমাদের কাছে তাঁরা ঘটনার বিবরণ দিলেও আদালতে স্বীকারোক্তি দেননি। তবে শিগগিরই এ হত্যাকাণ্ডের রহস্য নগরবাসীর কাছে প্রকাশ করা হবে।’
উল্লেখ্য, খুবি ছাত্র অর্ণবকে গত ২৪ জানুয়ারি রাত পৌনে ৯টার দিকে প্রথমে গুলি ও পরবর্তী সময়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন রাতে অর্ণবের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘তারেক রহমানকে ফোন করেছিলাম। তিনি প্রথমে ফোন ধরেননি। পরে কল ব্যাক করেছেন। এরপর আমি তাঁকে শিবগঞ্জের বিষয়ে বললাম। তারেক রহমান তখন আমাকে বললেন, আপনি আমাদের মুরব্বি। আর আপনার সঙ্গে কে এমন আচরণ করল? আমি ওদেরকে বলে দিচ্ছি।’
১৬ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে সাত লাখ টাকা মুক্তিপণ আদায়ের পর অপহৃত দুই কৃষককে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা-সংলগ্ন পাহাড়ি এলাকায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম দুই কৃষক ফিরে আসার তথ্য নিশ্চিত করেছেন।
৩৬ মিনিট আগেবরিশালের মুলাদীতে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে বাড়ির এক চাচাকে জুতাপেটা করেছে এক কলেজছাত্রী। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই কলেজছাত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন চাচাতো ভাইয়েরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরকালেখান ইউনিয়নের কায়েতমারা গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনেত্রকোনার মোহনগঞ্জে মৃত দেখিয়ে দেড় বছর ধরে বয়স্ক ভাতাবঞ্চিত রাখা সেই সুরধ্বনী রানী করের (৭৮) অবশেষে টাকা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সুরধ্বনী চলতি মার্চ মাস থেকে ভাতা পাবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।
২ ঘণ্টা আগে