Ajker Patrika

খুলনায় দুর্বৃত্তের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি আহত

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনার ফুলতলায় দুর্বৃত্তের গুলিতে জুয়েল মোল্লা ওরফে সোলায়মান (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জমিরা বাজার মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোলায়মানের বিরুদ্ধে ফুলতলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

আহত সোলায়মানকে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনার পরপর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত যুবক জামিরা পূর্বপাড়া এলাকার শাহাজাহান মোল্লার ছেলে।

এ বিষয়ে জানতে চাইলে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সন্ধ্যায় সোলায়মান জামিরা বাজারে যান। কাজ শেষে রাত ৮টার দিকে বাড়ি ফিরছিলেন। পথে জামিরা বাজার ও কলেজসংলগ্ন মধ্যপাড়া এলাকায় সন্ত্রাসীরা শটগান দিয়ে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা এখন শঙ্কামুক্ত।

ওসি আরও বলেন, এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। আহত সোলায়মানের বিরুদ্ধে ফুলতলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে তিনি জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসি ও গোয়েন্দা পরিদর্শকসহ ৪ পুলিশ কারাগারে

একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমান

বেক্সিমকোর ১৪ কারখানার ৩৩২৩৪ কর্মী ছাঁটাই, পাওনা পরিশোধে ৫২৫ কোটি টাকা ঋণ দেবে সরকার

‘ভোট পড়ে ৩০০, বিকেলে হয়ে যায় ৩ হাজার’ বলা সেই আ. লীগ নেতা গ্রেপ্তার

শাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত