Ajker Patrika

রাজবাড়ীতে তিনটি দোকান পুড়ে ছাই

রাজবাড়ী প্রতি‌নি‌ধি
রাজবাড়ীর কালুখালী বাজারে মঙ্গলবার ভোরে দুটি হার্ডওয়ারসহ মোট তিনটি দোকান আগুনে পুড়ে যায়। ছবি: আজকের পত্রিকা
রাজবাড়ীর কালুখালী বাজারে মঙ্গলবার ভোরে দুটি হার্ডওয়ারসহ মোট তিনটি দোকান আগুনে পুড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর কালুখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি হার্ডওয়ারসহ মোট তিনটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গে‌ছে।

আজ মঙ্গলবার ভোরে কালুখালী বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বিশ্বাস এন্টারপ্রাইজ, ঢাকা হার্ডওয়ার ও একটি ধানের গোডাউন পুড়ে যায়। ব‌্যবসায়ী‌দের দা‌বি, অগ্নিকাণ্ডে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে তাঁদের।

আগুনে পুড়ে যাওয়া ঢাকা হার্ডওয়ারের মালিক সোহেল সরদার বলেন, ‘ভোরে দোকানে আগুন লাগার খবর পাই। প‌রে দোকা‌নে এসে দে‌খি সব মালামাল পু‌ড়ে গে‌ছে। এতে আমার দেড় কোটি টাকার ক্ষতি হ‌য়ে‌ছে।’

বিশ্বাস এন্টারপ্রাইজের মালিক খোরশেদ মাহমুদ বলেন, ‘ভোর ৪টা থেকে ৫টার মধ্যে আগুন লাগে। খবর পে‌য়ে দোকা‌নে এসে দে‌খি আমার দোকানসহ ক‌য়েক‌টি দোকা‌নে আগুন জ্বল‌ছে। প‌রে ফায়ার সা‌র্ভিস এসে আগুন নেভায়। দোকা‌নে থাকা সবকিছু পু‌ড়ে গে‌ছে। এখন কী কর‌বে বুঝ‌তে‌ছি না।’

কালুখালী ফায়ার সার্ভিস স্টেশ‌নের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান বলেন, ‘ভো‌রে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালুখা‌লী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ‌গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপা‌শি ২ কোটি টাকার মালামাল উদ্ধার করা গে‌ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে ব‌লে ধারণা ফায়ার সা‌র্ভিসের। অগ্নিকাণ্ডে ব‌্যবসায়ী‌দের ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত