Ajker Patrika

সাতক্ষীরায় থানা ঘেরাও চেষ্টার সময় পুলিশ-আন্দোলনকারীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা, আহত ১৩ 

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৭: ৩৪
সাতক্ষীরায় থানা ঘেরাও চেষ্টার সময় পুলিশ-আন্দোলনকারীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা, আহত ১৩ 

সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলনের নেতা-কর্মীরা সদর থানা ঘেরাও চেষ্টার সময় পুলিশ লাটিচার্জ ও চারটি ফাঁকা গুলি ছুড়েছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট-পাটকেল ছোড়েন আন্দোলনকারীরা। এতে পুলিশের তিন সদস্যসহ কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর থানার সামনে এ ঘটনা ঘটে। এতে পুলিশ কমপক্ষে ১৫ জনকে আটক করেছে। আহত পুলিশ সদস্যদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এসব বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম ইসলাম। তিনি বলেন, ‘আন্দোলনকারীদের ইট–পাটকেল নিক্ষেপে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শহরের পরিস্থিতি শান্ত রয়েছে।’ 

আহত পুলিশ সদস্যরা হলেন সদর থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জিল্লুর রহমান, ডিবি পুলিশের এএসআই শাহানুর হোসেন ও কনস্টেবল নাদিম। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কার আন্দোলনের নেতা-কর্মীরা আজ দুপুর ১২টার দিকে সাতক্ষীরা চৌরঙ্গী মোড়ে জড়ো হন। পরে তাঁরা মিছিল নিয়ে হাসপাতাল মোড় হয়ে সঙ্গীতা সিনেমা হলের সামনে অবস্থান নেন। একপর্যায়ে আন্দোলনকারীরা নিউমার্কেট মোড় অতিক্রম করে আটককৃত আন্দোলনকারীদের ছাড়িয়ে নিতে সাতক্ষীরা সদর থানা ঘেরাও করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের ওপর লাটিচার্জ ও চারটি ফাঁকা গুলি ছোড়ে। 

এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কসহ বিভিন্ন স্থান থেকে কমপক্ষে ১৫ জন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। 

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী ইমরান হোসেন জানান, গতকাল রাত থেকে এ পর্যন্ত কমপক্ষে ৩৫ জন আন্দোলনকারী নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত