কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ ঘরে বৃদ্ধ দম্পতির লাশ পাওয়া গেছে। আজ বুধবার বাহিরচর ইউনিয়নের ফারাকপুর গোরস্তানপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ফরিদ উদ্দীন (৭৫) ও রাবেয়া খাতুন (৬৫)। পুলিশ দুপুরে তাঁদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ বলছে, রাবেয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ফরিদের গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরে। সেখানে তাঁর প্রথম স্ত্রী ও ছেলেমেয়েরা রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে দ্বিতীয় স্ত্রী রাবেয়াকে নিয়ে ভেড়ামারায় বসবাস করতেন। বাড়ির পাশে আলাদা স্থানে রাবেয়ার প্রথম পক্ষের দুই ছেলে থাকেন।
আজ সকালে নাতিরা এসে দাদা-দাদিকে ডাকাডাকি করতে থাকে। এ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের অন্য সদস্যদের সন্দেহ হয়। তাঁরা ঘরের ফাঁক দিয়ে ফরিদের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে।
রাবেয়ার ছেলে রাজিব জানান, তাঁরা আলাদাভাবে বসবাস করতেন। উল্লেখ করার মতো কোনো পারিবারিক কলহ তাঁদের মধ্যে ছিল না। এমন ঘটনা কেন ঘটল, কিছুই বুঝে উঠতে পারছেন না।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, টিনের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল। বিছানায় লেপ দিয়ে মাথা ঢাকা অবস্থায় রাবেয়ার লাশ উদ্ধার করা হয়। তাঁর গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পাশেই ঝুলন্ত অবস্থায় ছিল ফরিদের লাশ। প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাবেয়াকে হত্যা করা হতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আসল কারণ জানা যাবে।
কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ ঘরে বৃদ্ধ দম্পতির লাশ পাওয়া গেছে। আজ বুধবার বাহিরচর ইউনিয়নের ফারাকপুর গোরস্তানপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ফরিদ উদ্দীন (৭৫) ও রাবেয়া খাতুন (৬৫)। পুলিশ দুপুরে তাঁদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ বলছে, রাবেয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ফরিদের গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরে। সেখানে তাঁর প্রথম স্ত্রী ও ছেলেমেয়েরা রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে দ্বিতীয় স্ত্রী রাবেয়াকে নিয়ে ভেড়ামারায় বসবাস করতেন। বাড়ির পাশে আলাদা স্থানে রাবেয়ার প্রথম পক্ষের দুই ছেলে থাকেন।
আজ সকালে নাতিরা এসে দাদা-দাদিকে ডাকাডাকি করতে থাকে। এ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের অন্য সদস্যদের সন্দেহ হয়। তাঁরা ঘরের ফাঁক দিয়ে ফরিদের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে।
রাবেয়ার ছেলে রাজিব জানান, তাঁরা আলাদাভাবে বসবাস করতেন। উল্লেখ করার মতো কোনো পারিবারিক কলহ তাঁদের মধ্যে ছিল না। এমন ঘটনা কেন ঘটল, কিছুই বুঝে উঠতে পারছেন না।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, টিনের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল। বিছানায় লেপ দিয়ে মাথা ঢাকা অবস্থায় রাবেয়ার লাশ উদ্ধার করা হয়। তাঁর গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পাশেই ঝুলন্ত অবস্থায় ছিল ফরিদের লাশ। প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাবেয়াকে হত্যা করা হতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আসল কারণ জানা যাবে।
১৬ জুলাই “শহীদ আবু সাঈদ দিবস” রাখার দাবি করে আবু হোসেন বলেন, ‘আমাদের দাবি, ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ছিল, আমরা এটা শহীদ আবু সাঈদ দিবসই চাই। জুলাই শহীদ দিবস যেটা আছে, জুলাইয়ের যে কোনো দিন সেটা সরকার এটা পালন করতে পারে। ১৬ জুলাই যার আত্মত্যাগ এত বড় বিপ্লব সংঘটিত হলো। তাঁকে এভাবে অবহেলা করা আমরা পরিব
৮ মিনিট আগেএ নিয়ে কমিটির ৯ জন নেতা পদত্যাগ করলেন। এ ছাড়া সদস্যসচিবের পদও স্থগিত রয়েছে। ফেসবুক পোস্টে রাশেদ লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলার আহ্বায়ক পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি। একই সঙ্গে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) ও এর ছাত্র কিংবা যুব উইংয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
২৫ মিনিট আগেবরগুনায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে আরও বেড়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩ জন। এ নিয়ে চলতি বছর বরগুনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৫ জন।
১ ঘণ্টা আগেমানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা ১৩ কেজি ওজনের একটি বোয়াল ধরা পড়েছে। মাছটি ১৬ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার রামকৃষ্ণপুর এলাকার জেলে রামা হালদারের জালে মাছটি ধরা পড়ে।
২ ঘণ্টা আগে