Ajker Patrika

শাবিপ্রবির ভিসির পদত্যাগের দাবিতে ইবিতে বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শাবিপ্রবির ভিসির পদত্যাগের দাবিতে ইবিতে বিক্ষোভ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসির পদত্যাগের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। আজ রোববার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর এলাকা থেকে বিক্ষোভ শুরু করে সংগঠনটির নেতা–কর্মীরা। 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। 

সমাবেশে শাখা ছাত্র-ইউনিয়নের সাধারণ সম্পাদক পিয়াস বলেন, শাবিপ্রবিতে ভিসির নির্দেশে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হামলা চালিয়েছে। এ হামলার বিচার ও ভিসির পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গত কয়েক দিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে। কিন্তু নির্লজ্জ ভিসি কোনোভাবেই পদত্যাগ করছেন না। 

সাধারণ সম্পাদক আরও বলেন, ভিসিকে দ্রুত পদত্যাগ করতে হবে নয়তো ছাত্র সমাজের এ আন্দোলন দমানো যাবে না। আমরা অনতিবিলম্বে ভিসিকে পদত্যাগ করার দাবি জানাচ্ছি। 

সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াসের নেতৃত্বে উপস্থিত ছিলেন-সমাজতান্ত্রিক ছাত্রফন্টের নেতা শাহরিয়ার আমিন, ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ ওবাইদুর রহমান আনাস, দেলোয়ার, সুমনসহ সকল নেতা-কর্মীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত