মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
নির্বাচন-পরবর্তী সহিংসতায় বাগেরহাটের মোংলায় নৌকা প্রতীকের নেতা-কর্মীদের ওপর হামলা করেছেন স্বতন্ত্র প্রার্থী ঈগলের কর্মীরা। এতে আহত আটজনের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল রোববার (৭ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ হামলা ও আহতের ঘটনা ঘটে।
উপজেলার সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন শেখ জানান, ভোটের দিন নৌকার এজেন্ট থাকায় রাতে মাদুরপাল্টা গ্রামে ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মানবেন্দ্র মল্লিক (৩৫) ও তাঁর ভাই দিজেন্দ্র মল্লিককে (৩৩) দা দিয়ে কুপিয়ে জখম করেছেন ঈগল প্রতীকের কর্মী সজল ও উজ্জল। এ ছাড়া একই সময়ে ওই ইউনিয়নের বাঁশতলা গ্রামে ঈগলের কর্মীদের হামলায় আহত হন নৌকা প্রতীকের আরেক কর্মী সুমন শেখ (১৮)।
অপর দিকে সোনাইলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন সরদার জানান, ভোট ঈগলে না দিয়ে নৌকায় দেওয়ায় গতকাল রাতে ঈগল প্রতীকের কর্মীরা সোনাইলতা গ্রামের নৌকা প্রতীকের কর্মী রবিউল শেখ (৪২), জুবায়ের সরদার (২৩), নাজমুল সরদার (২৪), তফিম সরদার (৩৫) ও আজমল সরদারকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছেন। তাঁদের উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নাজমুলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন ও হুমায়ুন সরদার বলেন, ‘নৌকা জিতেও আমাদের নৌকার নেতা-কর্মীরা মার খাচ্ছেন। আমরা জিতলেও শান্ত রয়েছি, কিন্তু ঈগলের লোকজন গায়ে পড়ে আমাদের লোকজনের ওপর হামলা চালিয়ে যাচ্ছেন।’
তাঁরা আরও বলেন, ‘গতকাল রাতের এ ঘটনায় পৃথক অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। পৃথক এসব ঘটনাকে ঘিরে ওই দুটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।’
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’ তিনি আরও বলেন, মোংলা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
উল্লেখ্য, মোংলা-রামপাল সংসদীয় আসন থেকে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদার। তিনি ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।
নির্বাচন-পরবর্তী সহিংসতায় বাগেরহাটের মোংলায় নৌকা প্রতীকের নেতা-কর্মীদের ওপর হামলা করেছেন স্বতন্ত্র প্রার্থী ঈগলের কর্মীরা। এতে আহত আটজনের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল রোববার (৭ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ হামলা ও আহতের ঘটনা ঘটে।
উপজেলার সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন শেখ জানান, ভোটের দিন নৌকার এজেন্ট থাকায় রাতে মাদুরপাল্টা গ্রামে ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মানবেন্দ্র মল্লিক (৩৫) ও তাঁর ভাই দিজেন্দ্র মল্লিককে (৩৩) দা দিয়ে কুপিয়ে জখম করেছেন ঈগল প্রতীকের কর্মী সজল ও উজ্জল। এ ছাড়া একই সময়ে ওই ইউনিয়নের বাঁশতলা গ্রামে ঈগলের কর্মীদের হামলায় আহত হন নৌকা প্রতীকের আরেক কর্মী সুমন শেখ (১৮)।
অপর দিকে সোনাইলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন সরদার জানান, ভোট ঈগলে না দিয়ে নৌকায় দেওয়ায় গতকাল রাতে ঈগল প্রতীকের কর্মীরা সোনাইলতা গ্রামের নৌকা প্রতীকের কর্মী রবিউল শেখ (৪২), জুবায়ের সরদার (২৩), নাজমুল সরদার (২৪), তফিম সরদার (৩৫) ও আজমল সরদারকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছেন। তাঁদের উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নাজমুলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন ও হুমায়ুন সরদার বলেন, ‘নৌকা জিতেও আমাদের নৌকার নেতা-কর্মীরা মার খাচ্ছেন। আমরা জিতলেও শান্ত রয়েছি, কিন্তু ঈগলের লোকজন গায়ে পড়ে আমাদের লোকজনের ওপর হামলা চালিয়ে যাচ্ছেন।’
তাঁরা আরও বলেন, ‘গতকাল রাতের এ ঘটনায় পৃথক অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। পৃথক এসব ঘটনাকে ঘিরে ওই দুটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।’
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’ তিনি আরও বলেন, মোংলা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
উল্লেখ্য, মোংলা-রামপাল সংসদীয় আসন থেকে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদার। তিনি ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে