আনোয়ার হোসেন, মনিরামপুর (যশোর)
সব ঠিকঠাক থাকলে স্কুল কলেজ খোলার বাকি আর মাত্র পাঁচ দিন। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে শ্রেণিকক্ষ ও আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশনা থাকলেও মনিরামপুরে সেটি পুরোদমে শুরু হয়নি এখনো। অনেক প্রতিষ্ঠানে পাঠদানের পরিবেশ নেই।
সরেজমিন একটি বিদ্যালয়ের বারান্দায় পাটের স্তূপ দেখা গেছে। কোনোটিতে ছাদের পলেস্তারা খসে পড়ছে। কয়েকটিতে চলছে সংস্কারের কাজ। সম্প্রতি জাতীয়করণের আওতায় আসা স্কুলগুলোতে অফিস সহায়ক নিয়োগ না হওয়ায় শিক্ষকদেরই ঝাড়ু হাতে নেমে পড়তে হয়েছে। আজ সোমবার উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে এমন চিত্র দেখা গেছে।
উপজেলা শিক্ষা অফিস ১০ সেপ্টেম্বরের মধ্যে শ্রেণিকক্ষ পাঠদানের উপযোগী করতে শিক্ষকদের জোর চাপ দিচ্ছেন। অবশ্য পরিচ্ছন্নতার কাজে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা কোনো বরাদ্দ দেয়নি সরকার।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার কুলিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের বারান্দায় পাটের দুটি বড় স্তূপ। শ্রেণিকক্ষগুলো ধুলোবালিতে ভরে আছে। অফিস সহায়ক না থাকায় ওই প্রতিষ্ঠানের শিক্ষক আশরাফ হোসেন নিজেই ঝাড়ু হাতে জানলা, দরজা, চেয়ার টেবিল পরিষ্কার করছেন।
কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চেয়ার বেঞ্চ পরিষ্কার থাকলেও শ্রেণিকক্ষ এবং বারান্দায় ছাদের পলেস্তারা খসে পড়ছে। ক্লাস শুরু হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বাকোশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আসবাবপত্র স্তূপ করা। নতুন ভবনের কাজ চলায় একই চত্বরে অবস্থিত বাকোশপোল মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত দুটি কক্ষ পরিষ্কারের কাজ চলছে। সেখানে শিশুদের পাঠদানের পরিকল্পনা শিক্ষকদের।
দেবিদাসপুর সরকারি বিদ্যালয়ের তিনটি কক্ষের একটিও এখনো পরিষ্কার করা হয়নি। ভেতরে আবর্জনা জমে আছে।
এদিকে উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছোটখাট মেরামতের কাজ চলছে। ১২ সেপ্টেম্বরের আগে এসব প্রতিষ্ঠান পাঠদানের উপযোগী হবে কি-না তা নিয়ে সংশয় রয়েছে।
মনিরামপুরে ২৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১৪৭টি সম্প্রতি জাতীয়করণ করা হয়েছে। আগের সরকারি ১২০টিতে অফিস সহায়ক থাকলেও নতুনগুলোতে এখনো নিয়োগ দেওয়া হয়নি। ফলে শিক্ষকদের নিজেদেরই এখন পরিচ্ছন্নতার কাজ করতে হচ্ছে।
ঝাড়ু হাতে কুলিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ পরিষ্কার করছিলেন সহকারী শিক্ষক আশরাফ হোসেন। তিনি বলেন, পিওন নেই। তাই প্রধান শিক্ষক আমাকে শ্রেণিকক্ষ পরিষ্কার করতে বলেছেন।
স্কুলের মেঝেতে পাটের স্তূপ রাখার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক কওসার আলী বলেন, স্কুল বন্ধ থাকায় পাশের একজন বারান্দায় পাট রেখেছেন। তাঁকে পাট সরিয়ে নিতে বলা হয়েছে। স্কুলে পিওন নেই। আমরা সবাই কাজ করে ১০ তারিখের মধ্যে শ্রেণিকক্ষ ঝকঝকে করে ফেলব।
কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে। প্রধান শিক্ষক ঊষা মল্লিক বলছেন, শ্রেণিকক্ষ শতভাগ পরিচ্ছন্ন রেখেছি। দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় একটি কক্ষের ভেতরে ও বারান্দার ছাদ খসে পড়ছে। মেরামতের জন্য কোনো বরাদ্দ পাইনি।
তবে নতুন ভবনে কাজ চলার কারণে পাঠদান নিয়ে বিপাকে পড়েছেন বাকোশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। পাঠদানের মতো মাত্র একটি কক্ষ আছে এ বিদ্যালয়ে। পাশের মাধ্যমিক বিদ্যালয়ের দুটো কক্ষ নিয়ে পাঠদানের প্রস্তুতি নিয়েছেন বলে জানান প্রধান শিক্ষক গৌতম কুণ্ডু।
১০ তারিখের মধ্যেই সব বিদ্যালয় পাঠদানের জন্য প্রস্তুত করতে জোর তাগিদ দিচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা। নিয়মিত তদারকিও করছেন বলে জানান মনিরামপুর সদর ও কাশিমনগর ইউনিয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিন।
পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আলাদা বরাদ্দ দিলে ভালো হতো কি-না, এ প্রশ্নে উপজেলা শিক্ষা কর্মকর্তা শেহেলী ফেরদৌস বলেন, শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কোনো বরাদ্দ নেই। শিক্ষকোরা দায়িত্ব নিয়ে কাজ করাচ্ছেন। ছোটখাট মেরামতের কাজ চলা ১৬টি বিদ্যালয়ের মধ্যে তিনটির কাজ শেষ হয়েছে। বাকিগুলোতে কাজ চলছে। তাঁরা ১২ তারিখের আগে শ্রেণিকক্ষ পাঠদানের উপযোগী করতে পারবেন বলে মনে হচ্ছে না।
সব ঠিকঠাক থাকলে স্কুল কলেজ খোলার বাকি আর মাত্র পাঁচ দিন। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে শ্রেণিকক্ষ ও আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশনা থাকলেও মনিরামপুরে সেটি পুরোদমে শুরু হয়নি এখনো। অনেক প্রতিষ্ঠানে পাঠদানের পরিবেশ নেই।
সরেজমিন একটি বিদ্যালয়ের বারান্দায় পাটের স্তূপ দেখা গেছে। কোনোটিতে ছাদের পলেস্তারা খসে পড়ছে। কয়েকটিতে চলছে সংস্কারের কাজ। সম্প্রতি জাতীয়করণের আওতায় আসা স্কুলগুলোতে অফিস সহায়ক নিয়োগ না হওয়ায় শিক্ষকদেরই ঝাড়ু হাতে নেমে পড়তে হয়েছে। আজ সোমবার উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে এমন চিত্র দেখা গেছে।
উপজেলা শিক্ষা অফিস ১০ সেপ্টেম্বরের মধ্যে শ্রেণিকক্ষ পাঠদানের উপযোগী করতে শিক্ষকদের জোর চাপ দিচ্ছেন। অবশ্য পরিচ্ছন্নতার কাজে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা কোনো বরাদ্দ দেয়নি সরকার।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার কুলিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের বারান্দায় পাটের দুটি বড় স্তূপ। শ্রেণিকক্ষগুলো ধুলোবালিতে ভরে আছে। অফিস সহায়ক না থাকায় ওই প্রতিষ্ঠানের শিক্ষক আশরাফ হোসেন নিজেই ঝাড়ু হাতে জানলা, দরজা, চেয়ার টেবিল পরিষ্কার করছেন।
কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চেয়ার বেঞ্চ পরিষ্কার থাকলেও শ্রেণিকক্ষ এবং বারান্দায় ছাদের পলেস্তারা খসে পড়ছে। ক্লাস শুরু হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বাকোশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আসবাবপত্র স্তূপ করা। নতুন ভবনের কাজ চলায় একই চত্বরে অবস্থিত বাকোশপোল মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত দুটি কক্ষ পরিষ্কারের কাজ চলছে। সেখানে শিশুদের পাঠদানের পরিকল্পনা শিক্ষকদের।
দেবিদাসপুর সরকারি বিদ্যালয়ের তিনটি কক্ষের একটিও এখনো পরিষ্কার করা হয়নি। ভেতরে আবর্জনা জমে আছে।
এদিকে উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছোটখাট মেরামতের কাজ চলছে। ১২ সেপ্টেম্বরের আগে এসব প্রতিষ্ঠান পাঠদানের উপযোগী হবে কি-না তা নিয়ে সংশয় রয়েছে।
মনিরামপুরে ২৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১৪৭টি সম্প্রতি জাতীয়করণ করা হয়েছে। আগের সরকারি ১২০টিতে অফিস সহায়ক থাকলেও নতুনগুলোতে এখনো নিয়োগ দেওয়া হয়নি। ফলে শিক্ষকদের নিজেদেরই এখন পরিচ্ছন্নতার কাজ করতে হচ্ছে।
ঝাড়ু হাতে কুলিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ পরিষ্কার করছিলেন সহকারী শিক্ষক আশরাফ হোসেন। তিনি বলেন, পিওন নেই। তাই প্রধান শিক্ষক আমাকে শ্রেণিকক্ষ পরিষ্কার করতে বলেছেন।
স্কুলের মেঝেতে পাটের স্তূপ রাখার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক কওসার আলী বলেন, স্কুল বন্ধ থাকায় পাশের একজন বারান্দায় পাট রেখেছেন। তাঁকে পাট সরিয়ে নিতে বলা হয়েছে। স্কুলে পিওন নেই। আমরা সবাই কাজ করে ১০ তারিখের মধ্যে শ্রেণিকক্ষ ঝকঝকে করে ফেলব।
কদমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে। প্রধান শিক্ষক ঊষা মল্লিক বলছেন, শ্রেণিকক্ষ শতভাগ পরিচ্ছন্ন রেখেছি। দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় একটি কক্ষের ভেতরে ও বারান্দার ছাদ খসে পড়ছে। মেরামতের জন্য কোনো বরাদ্দ পাইনি।
তবে নতুন ভবনে কাজ চলার কারণে পাঠদান নিয়ে বিপাকে পড়েছেন বাকোশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। পাঠদানের মতো মাত্র একটি কক্ষ আছে এ বিদ্যালয়ে। পাশের মাধ্যমিক বিদ্যালয়ের দুটো কক্ষ নিয়ে পাঠদানের প্রস্তুতি নিয়েছেন বলে জানান প্রধান শিক্ষক গৌতম কুণ্ডু।
১০ তারিখের মধ্যেই সব বিদ্যালয় পাঠদানের জন্য প্রস্তুত করতে জোর তাগিদ দিচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা। নিয়মিত তদারকিও করছেন বলে জানান মনিরামপুর সদর ও কাশিমনগর ইউনিয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিন।
পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আলাদা বরাদ্দ দিলে ভালো হতো কি-না, এ প্রশ্নে উপজেলা শিক্ষা কর্মকর্তা শেহেলী ফেরদৌস বলেন, শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কোনো বরাদ্দ নেই। শিক্ষকোরা দায়িত্ব নিয়ে কাজ করাচ্ছেন। ছোটখাট মেরামতের কাজ চলা ১৬টি বিদ্যালয়ের মধ্যে তিনটির কাজ শেষ হয়েছে। বাকিগুলোতে কাজ চলছে। তাঁরা ১২ তারিখের আগে শ্রেণিকক্ষ পাঠদানের উপযোগী করতে পারবেন বলে মনে হচ্ছে না।
রংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজের এক দিন পর অবৈধ বালু পয়েন্টে দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গ্রেপ্তার মনু মিয়া (২৮) উপজেলার সিটপাইকন এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।
৮ মিনিট আগেযশোরের শার্শা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল হামিদ (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শনিবার (১৬ আগস্ট) বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজারে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নুর ইসলাম (৫৫) নামের আরেকজন আহত হন।
১৩ মিনিট আগেডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, সচেতনতা ছাড়া শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। আজ শনিবার (১৬ আগস্ট) উত্তরা সেক্টর-১৮-এর সন্ধ্যামালতী প্লেয়িং ফিল্ডে ময়লা কুড়ানোর প্রতিযোগিতা ‘স্পোগোমি ওয়ার্ল্ড কাপ ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৩৭ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের চেকপোস্টে মোটরসাইকেল চালকদের বৈধ কাগজপত্র যাচাইকালে ১ হাজার ৯৭৬টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ট্রাফিক পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার মইজ্জ্যেরটেক পুলিশ বক্সের চেকপোস্টে তল্লাশিতে ইয়াবা উদ্ধারসহ আটক করা হয় তাঁদের।
৪১ মিনিট আগে