Ajker Patrika

বাগেরহাটে পাচারের শিকার ৫৯ ব্যক্তি উদ্ধার, পাচারকারী বাবা-ছেলে আটক

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে পাচারের শিকার ৫৯ ব্যক্তি উদ্ধার, পাচারকারী বাবা-ছেলে আটক

বাগেরহাটের ফকিরহাটে মানবপাচার চক্রের সদস্য বাবা-ছেলেকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল বুধবার রাতে খুলনা-মাওয়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থেকে তাঁদের আটক করা হয়। এ সময় ওই বাস থেকে নারী ও শিশুসহ ৫৯ শ্রমিককে উদ্ধার করা হয়। ইট ভাটায় কাজ দেওয়ার কথা বলে তাঁদের পাচারের জন্য নেওয়া হচ্ছিল। আটক ব্যক্তিরা হলেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার গড়ইখালী এলাকার বাসিন্দা মো. লিটন গাজী (৫৪) ও ছেলে মো. সোহাগ গাজী (১৯)। উদ্ধার শ্রমিকদের বাড়িও পাইকগাছা উপজেলার বিভিন্ন গ্রামে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে আজ বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ বিকেলে খুলনা র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ নিয়ে সহকারী পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ বলেন, লিটন গাজী ও তাঁর ছেলে মো. সোহাগ গাজী নড়াইলের একটি ইটভাটায় কাজ দেওয়ার কথা বলে নারী ও শিশুসহ ৫৯ জন দরিদ্র ও অসহায় শ্রমিককে একটি বাসে তোলেন। পরিকল্পনা অনুযায়ী তাঁদের নড়াইলে না নিয়ে খান জাহান আলী সেতু অতিক্রমে অন্যত্র নেওয়া হচ্ছিল। বিষয়টি বুঝতে পারেন শ্রমিকেরা। একপর্যায়ে জানতে পারেন যে তাঁদের চট্টগ্রামের হাটহাজারীতে নেওয়া হচ্ছে। এর পর তাঁরা বাসের মধ্যে হট্টগোল ও চিৎকার চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে গাড়িটির পিছু নেয় র‍্যাব এবং ফকিরহাট এলাকা থেকে তাঁরা শ্রমিকদের উদ্ধার করেন এবং মো. লিটন গাজী ও তাঁর ছেলে মো. সোহাগ গাজীকে আটক করেন। তাঁদের বিরুদ্ধে মামলা করে আজ বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

ভারতের প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

গভর্নরের গাড়ি আটকে ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত