Ajker Patrika

পশুর নদীতে ৮০০ টন ক্লিংকার বোঝাই লাইটার জাহাজ ডুবি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৬: ১২
Thumbnail image

বাগেরহাটের মোংলায় পশুর নদীতে ৮০০ মেট্রিকটন ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল) বোঝাই এমভি আনমনা-২ নামের একটি লাইটার ডুবে গেছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে ডুবোচরে আটকা পড়ে লাইটারটি কাত হয়ে পানি ঢুকে ডুবে যায়। তবে লাইটারের ১০ কর্মচারী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে।

লাইটার জাহাজটির মাস্টার এনায়েত হোসেন বলেন, বন্দরের ৪ নম্বর বয়ায় অবস্থান করা বাংলাদেশি পতাকাবাহী মার্চেন্ট শিপ ‘এমভি জাহান ব্রাদার্স’ থেকে সাড়ে ৮০০ মেট্রিকটন ক্লিংকার বোঝাই করে খুলনার রূপসা নদীর পাড়ে সুনসিং কোম্পানির সেভেন রিংকস সিমেন্ট ফ্যাক্টরিতে রওনা হয়। এ সময় জাহাজটি টার্নিং করতে গেলে তলা ফেটে ডুবে যায়। তবে জাহাজে থাকা কোনো কর্মকর্তা-কর্মচারীর ক্ষতি হয়নি।

এদিকে জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় চ্যানেলের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। জাহাজ ডুবির কারণ অনুসন্ধানে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। ১৫ দিনের মধ্যে জাহাজটিকে উদ্ধারের জন্য মালিকপক্ষকে বলা হয়েছে। নির্ধারিত সময়ে জাহাজ উদ্ধারে ব্যর্থ হলে মোংলা বন্দর কর্তৃপক্ষ জাহাজটি উদ্ধার করবে বলে জানিয়েছেন, বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মাদ শাহিন মজিদ।

তিনি বলেন, জাহাজ ডুবির বিষয়টি বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। এ ছাড়া জাহাজ ডুবির কারণ অনুসন্ধানে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১৫ দিনের মধ্যে মালিকদের জাহাজটি উদ্ধার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যর্থ হলে মোংলা বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

গত ১৩ অক্টোবর ২৬ হাজার ৫০০ মেট্রিকটন ক্লিংকার নিয়ে বন্দরের চার নম্বর বয়ায় নোঙর করে মার্চেন্ট শিপ জাহান ব্রাদার্স। রবিবার ওই জাহাজ থেকে এমভি আনমনা-২ নামে একটি কার্গো জাহাজ সড়ে ৮০০ মেট্রিক টন ক্লিংকার বোঝাই করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত