Ajker Patrika

নড়াইলে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৯: ৪৩
নড়াইলে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

নড়াইলের কালিয়ায় স্বামী হত্যার দায়ে স্ত্রী আমেনা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আকরাম হোসেন এ রায় দেন। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদানের আদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামি জেলার কালিয়া উপজেলার আমতলা গ্রামের মৃত ছিদ্দিক ফকিরের মেয়ে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামের মো. ইবাদুল শেখের সঙ্গে আমতলা গ্রামের মৃত ছিদ্দিক ফকিরের মেয়ে আমেনা খাতুনের বিবাহ হয়। বিবাহের পর তাদের সংসারে দুই পুত্র ও এক কন্যা সন্তানের জন্ম হয়। সংসারে অভাব–অনটন নিয়ে স্বামী-স্ত্রী মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকত।

সাংসারিক অশান্তির কারণে ২০২০ সালের ৯ মে আমেনা খাতুন তার বাবার বাড়ি পার্শ্ববর্তী আমতলা গ্রামে চলে যান। রাতে ইবাদুল স্ত্রীকে নিজের বাড়ি আনতে শ্বশুর বাড়ি আমতলা গ্রামে যান। পরের দিন সকালে ইবাদুলের বাবা সবুর শেখ মোবাইল ফোনে জানতে পারেন তার ছেলে শ্বশুর বাড়ি আত্মহত্যা করেছে।

পরে এ ঘটনায় সবুর শেখ বাদী হয়ে কালিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। মামলাটি পিবিআই তদন্ত করে। তদন্তকালে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমেনা খাতুন পুলিশের কাছে স্বামীকে হত্যার কথা স্বীকার করে। আদালতেও আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পিবিআই আমেনা খাতুনকে স্বামী হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয়।

আদালতে মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আমেনা খাতুনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন বিচারক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত