Ajker Patrika

ডুবুরি দিয়ে সন্ধানের ৫ দিনের মাথায় ওই পুকুরেই ভেসে উঠল শিশুর লাশ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
ডুবুরি দিয়ে সন্ধানের ৫ দিনের মাথায় ওই পুকুরেই ভেসে উঠল শিশুর লাশ

সাত বছরের শিশু হুজাইফা নিখোঁজের পর বাড়ির পাশের পুকুরে জাল টেনে খোঁজাখুঁজির একপর্যায়ে ডুবুরি নামানো হয়। পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ সবখানে সন্ধান চালিয়ে অসহায়ের মতো দিন পার করছিলেন বাবা-মা। অবশেষে ৫ দিন পর সন্ধান চালানো ওই পুকুরেই ভেসে ওঠে শিশুটির লাশ। 

পুলিশ বলছে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। 

আজ সোমবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের ঘোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের তজিবার মোল্লার ছেলে হুজাইফা মোল্যা (৭)। 

পরিবার ও স্থানীয়রা বলছে, গত ২৪ জানুয়ারি বুধবার দুপুর ১টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু হুজাইফা। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পুকুরে জাল টেনে সন্ধান চালায়। এরপরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়েও ওই দিন বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি। অবশেষে আজ সোমবার বিকেলে নিজ বাড়ির ওই পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত