কুষ্টিয়া প্রতিনিধি
ভালোবেসে পালিয়ে বিয়ে করার প্রায় ১১ মাসের পর অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামে নিহতের স্বামীর বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম মোছা. চাঁদনী খাতুন (১৭)। তিনি শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামের মো. নাসির হোসেনের (২০) স্ত্রী। এ ছাড়া তিনি একই ইউনিয়নের বড় মাজগ্রামের কাঠমিস্ত্রি সুরাফ শেখের মেয়ে। চাঁদনী চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
চাঁদনীর স্বজনদের অভিযোগ, ভালোবেসে বিয়ে করায় শাশুড়ি সব সময় তাঁকে কটুকথা শোনাতেন, ঝগড়া করতেন। কিন্তু কীভাবে মারা গেছেন তা তাঁরা বলতে না পারলেও চাঁদনীর গায়ে থাকা স্বর্ণালংকার ও মারা যাওয়ার সময় গলায় প্যাঁচানো দড়ি পাওয়া যাচ্ছে না।
চাঁদনীর স্বজন ও স্থানীয় লোকজন জানান, প্রায় ১১ মাস আগে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে গিয়ে চাঁদনী ও নাসির বিয়ে করেন। তাঁদের বিয়ে দুই পরিবারের পক্ষ থেকে মেনে নিলে তাঁরা একসঙ্গে সংসার করছিলেন। এরই মধ্যে চাঁদনী চার মাসের অন্তঃসত্ত্বা হন। এরপর আজ সকাল সাড়ে আটটার দিকে নিজ ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় তাঁকে ঝুলে থাকতে দেখেন তাঁর স্বামীর বাড়ির লোকজন।
চাঁদনীর বাবা সুরাফ শেখ জানান, তাঁর মেয়ে সম্পর্ক করে পালিয়ে বিয়ে করেছিলেন। সেই বিয়ে মেয়ের শাশুড়ি স্বাভাবিকভাবে মেনে নিচ্ছিলেন না। সব সময় ঝগড়া করতেন। হঠাৎ মেয়ের মারা যাওয়ার খবরে তিনি জামাইয়ের বাড়িতে এসে দেখের তাঁর মেয়ের লাশ বারান্দায় রাখা রয়েছে।
এ বিষয়ে চাঁদনীর শাশুড়ি নাছিমা খাতুন জানান, তিনি তাঁর ছেলের বউকে খুব আদর করতেন। কোনো দিন ঝগড়াও হয়নি তাঁদের। তিনি গতকাল শুক্রবার রাত থেকে এক আত্মীয় বাড়িতে ছিলেন। সকালে তাঁর ছেলের বউয়ের মারা যাওয়ার খবর পেয়ে ছুটে আসেন তিনি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাপস কুমার পাল বলেন, মরদেহটি উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
ভালোবেসে পালিয়ে বিয়ে করার প্রায় ১১ মাসের পর অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামে নিহতের স্বামীর বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম মোছা. চাঁদনী খাতুন (১৭)। তিনি শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামের মো. নাসির হোসেনের (২০) স্ত্রী। এ ছাড়া তিনি একই ইউনিয়নের বড় মাজগ্রামের কাঠমিস্ত্রি সুরাফ শেখের মেয়ে। চাঁদনী চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
চাঁদনীর স্বজনদের অভিযোগ, ভালোবেসে বিয়ে করায় শাশুড়ি সব সময় তাঁকে কটুকথা শোনাতেন, ঝগড়া করতেন। কিন্তু কীভাবে মারা গেছেন তা তাঁরা বলতে না পারলেও চাঁদনীর গায়ে থাকা স্বর্ণালংকার ও মারা যাওয়ার সময় গলায় প্যাঁচানো দড়ি পাওয়া যাচ্ছে না।
চাঁদনীর স্বজন ও স্থানীয় লোকজন জানান, প্রায় ১১ মাস আগে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে গিয়ে চাঁদনী ও নাসির বিয়ে করেন। তাঁদের বিয়ে দুই পরিবারের পক্ষ থেকে মেনে নিলে তাঁরা একসঙ্গে সংসার করছিলেন। এরই মধ্যে চাঁদনী চার মাসের অন্তঃসত্ত্বা হন। এরপর আজ সকাল সাড়ে আটটার দিকে নিজ ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় তাঁকে ঝুলে থাকতে দেখেন তাঁর স্বামীর বাড়ির লোকজন।
চাঁদনীর বাবা সুরাফ শেখ জানান, তাঁর মেয়ে সম্পর্ক করে পালিয়ে বিয়ে করেছিলেন। সেই বিয়ে মেয়ের শাশুড়ি স্বাভাবিকভাবে মেনে নিচ্ছিলেন না। সব সময় ঝগড়া করতেন। হঠাৎ মেয়ের মারা যাওয়ার খবরে তিনি জামাইয়ের বাড়িতে এসে দেখের তাঁর মেয়ের লাশ বারান্দায় রাখা রয়েছে।
এ বিষয়ে চাঁদনীর শাশুড়ি নাছিমা খাতুন জানান, তিনি তাঁর ছেলের বউকে খুব আদর করতেন। কোনো দিন ঝগড়াও হয়নি তাঁদের। তিনি গতকাল শুক্রবার রাত থেকে এক আত্মীয় বাড়িতে ছিলেন। সকালে তাঁর ছেলের বউয়ের মারা যাওয়ার খবর পেয়ে ছুটে আসেন তিনি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাপস কুমার পাল বলেন, মরদেহটি উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৪৮) নামের বাংলাদেশি এক গাড়িচালক নিহত হয়েছেন। আজ সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মৃত এরশাদ মিজির ছেলে।
২ মিনিট আগেফরিদপুরের আলফাডাঙ্গায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৯ গ্রামে। ঝড়ে গাছপালা, কাঁচা-পাকা ঘরবাড়িসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
১০ মিনিট আগেমচমচে শিঙাড়া। দেখলেই চোখ জুড়িয়ে যায়। ত্রিকোণ বা পিরামিড আকৃতির এই খাবার সবার কাছেই ভীষণ লোভনীয়। একটু খিদে মেটাতে দুপুরের আগে বা বিকেলে শিঙাড়া অসম্ভব এক তৃপ্তি আনে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এই শিঙাড়া নিয়ে ঘটেছে এক মজার ঘটনা। পাঁচ বন্ধু মিলে অর্ডার করে বানিয়েছেন দুই কেজি করে ওজনের দুটি শিঙাড়া।
১৩ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান সংকট নিরসনে শিক্ষক-শিক্ষার্থীরা আলোচনায় বসেছেন। আজ সোমবার দুপুরে এই আলোচনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার এর আগে আমরণ অনশনের আগে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে সমস্যা...
১৮ মিনিট আগে