Ajker Patrika

বিয়ের ১১ মাস পর অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২৩, ২০: ০৭
বিয়ের ১১ মাস পর অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

ভালোবেসে পালিয়ে বিয়ে করার প্রায় ১১ মাসের পর অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামে নিহতের স্বামীর বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

নিহত গৃহবধূর নাম মোছা. চাঁদনী খাতুন (১৭)। তিনি শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামের মো. নাসির হোসেনের (২০) স্ত্রী। এ ছাড়া তিনি একই ইউনিয়নের বড় মাজগ্রামের কাঠমিস্ত্রি সুরাফ শেখের মেয়ে। চাঁদনী চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। 

চাঁদনীর স্বজনদের অভিযোগ, ভালোবেসে বিয়ে করায় শাশুড়ি সব সময় তাঁকে কটুকথা শোনাতেন, ঝগড়া করতেন। কিন্তু কীভাবে মারা গেছেন তা তাঁরা বলতে না পারলেও চাঁদনীর গায়ে থাকা স্বর্ণালংকার ও মারা যাওয়ার সময় গলায় প্যাঁচানো দড়ি পাওয়া যাচ্ছে না। 

চাঁদনীর স্বজন ও স্থানীয় লোকজন জানান, প্রায় ১১ মাস আগে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে গিয়ে চাঁদনী ও নাসির বিয়ে করেন। তাঁদের বিয়ে দুই পরিবারের পক্ষ থেকে মেনে নিলে তাঁরা একসঙ্গে সংসার করছিলেন। এরই মধ্যে চাঁদনী চার মাসের অন্তঃসত্ত্বা হন। এরপর আজ সকাল সাড়ে আটটার দিকে নিজ ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় তাঁকে ঝুলে থাকতে দেখেন তাঁর স্বামীর বাড়ির লোকজন। 

চাঁদনীর বাবা সুরাফ শেখ জানান, তাঁর মেয়ে সম্পর্ক করে পালিয়ে বিয়ে করেছিলেন। সেই বিয়ে মেয়ের শাশুড়ি স্বাভাবিকভাবে মেনে নিচ্ছিলেন না। সব সময় ঝগড়া করতেন। হঠাৎ মেয়ের মারা যাওয়ার খবরে তিনি জামাইয়ের বাড়িতে এসে দেখের তাঁর মেয়ের লাশ বারান্দায় রাখা রয়েছে। 

এ বিষয়ে চাঁদনীর শাশুড়ি নাছিমা খাতুন জানান, তিনি তাঁর ছেলের বউকে খুব আদর করতেন। কোনো দিন ঝগড়াও হয়নি তাঁদের। তিনি গতকাল শুক্রবার রাত থেকে এক আত্মীয় বাড়িতে ছিলেন। সকালে তাঁর ছেলের বউয়ের মারা যাওয়ার খবর পেয়ে ছুটে আসেন তিনি। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তাপস কুমার পাল বলেন, মরদেহটি উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত