Ajker Patrika

খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

খুলনা প্রতিনিধি
খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

খুলনায় সড়ক দুর্ঘটনায় প্রশান্ত কুমার (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নগরীর নতুন রাস্তার মোড়ে আজ রোববার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সেনেরচর এলাকার প্রফুল্ল রায় বালার ছেলে। 

দৌলতপুর থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, মোটরসাইকেলে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন প্রশান্ত কুমার। নতুন রাস্তা মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গেলে ট্রাকটি প্রশান্ত কুমারের শরীরের ওপরে দিয়ে চলে যায়। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। 
 
এসআই বলেন, ওই যুবক ছাড়াও সুজিত বিশ্বাস নামে মোটরসাইকেলের অপর আরোহী আহত হন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপারকে আটক করতে পারেননি। 

মোটরসাইকেল আরোহী সুজিত বিশ্বাস জানান, সকালে তাঁরা গোপালগঞ্জ থেকে মোটরসাইকেল মেরামত করার জন্য খুলনায় এসেছিলেন। দুপুর ২টার দিকে নতুন রাস্তা গোলচত্বরের সামনে পৌঁছালে তাঁরা একজনকে জায়গা দেওয়ার জন্য দাঁড়ানো মাত্রই পেছন থেকে একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত