Ajker Patrika

খুলনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি
Thumbnail image

খুলনায় আলামিন নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাতে নগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত আলামিন পূর্ব বানিয়া খামার লোহার গেট এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে। সে নগরীর ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক। 

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন। 

ওসি কামাল হোসেন খান বলেন, রাত ৯টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা আলামিনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। 

স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। তার দুই পায়ের হাঁটু ও বাম হাতের আঙুলে জখমের চিহ্ন রয়েছে। 

নিহত আলামিনের বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ ১০টি মামলা রয়েছে। কিছুদিন আগে সে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিল। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে ওসি জানান। 

এর আগে গত শনিবার রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ রবিউল ইসলাম রবি দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত