Ajker Patrika

শ্বশুরবাড়িতে জামাইকে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২

যশোর প্রতিনিধি
শ্বশুরবাড়িতে জামাইকে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২

যশোরে শ্বশুরবাড়িতে জামাই রায়হান হোসেনকে (২২) পেট্রল দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার মধ্যরাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব। 

গ্রেপ্তারকৃতরা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলার জামালপুর গ্রামের জহির উদ্দিন সরদারের ছেলে সবুজ হোসেন (২৫) ও মিরপুর গ্রামের মোতালেব মোল্লার মেয়ে রুপালী বেগম (৪৮)। সম্পর্কে এরা রায়হানের ভায়রাভাই ও শাশুড়ি।  

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ চলে আসছিল। গত ৩০ অক্টোবর রায়হানকে তাঁর স্ত্রী ফোন করে শ্বশুরবাড়িতে আসতে বলে। ওই দিন রাত সাড়ে সাতটার দিকে শ্বশুরবাড়িতে গেলে শ্বশুরবাড়ির লোকজন তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাঁর ডাক-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় যশোর হাসপাতালে ভর্তি করে। 

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে আসামিদের অবস্থান জানতে পেরে তাদের গ্রেপ্তার করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত