Ajker Patrika

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় মাছ ব্যবসায়ী নিহত

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২৪, ১২: ১৫
বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় মাছ ব্যবসায়ী নিহত

বাগেরহাটে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আজাহার শেখ (৬০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এদিন বিকেলে জমিসংক্রান্ত বিরোধে ভাতিজা, ভাবি ও ভাতিজার স্ত্রীর হামলায় আজাহার শেখ গুরুতর আহত হন বলে জানান তাঁর ছোট ভাই। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান হামলায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আজহার শেখ বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত সায়েম শেখের ছেলে। তিনি ঢাকায় মাছের ব্যবসা করতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

এদিকে এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন নিহতের বড় ভাই মৃত আফজাল শেখের স্ত্রী মমতাজ বেগম, ছেলে হুমায়ুন শেখ ও হুমায়ুনের স্ত্রী সাবিনা বেগম। 

নিহতের ছোট ভাই কালাম শেখ বলেন, ‘জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমার ভাই আজাহার শেখের সঙ্গে ভাতিজা হুমায়ুন ও তাঁর পরিবারের বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে সোমবার আসরের পরে হুমায়ুন, হুমায়ুনের স্ত্রী ও মা আজাহার শেখের ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একজন গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখান থেকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।’
 
বাগেরহাট মডেল থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, নিহতের খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরর প্রস্তুতি চলছে। এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত