Ajker Patrika

সুন্দরবনে এক জালে ধরা পড়া ২৭ মেদ মাছে লাখপতি জেলে

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ২০: ১১
সুন্দরবনে এক জালে ধরা পড়া ২৭ মেদ মাছে লাখপতি জেলে

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে এক জালে ২৭টি মেদ মাছ পেয়েছেন বাবলু কয়াল নামের এক জেলে। মাছগুলো তিনি বিক্রি করেন এক লাখ টাকায়। এতে বেজায় খুশি বাবলু কয়াল। 

তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের বাসিন্দা।

আজ বৃহস্পতিবার সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে পাইকারি এক ক্রেতা ৬০০ টাকা কেজি দরে মাছগুলো কিনে নেন। বাবলু কয়াল হাতে পান নগদ এক লাখ টাকা।

বাবলু কয়াল জানান, তিনি বন বিভাগের অনুমতি নিয়ে কয়েক দিন আগে মাছ ধরতে সুন্দরবনে যান। গতকাল বুধবার রাতে সুন্দরবনের মাহমুদা নদীতে জাল ফেলেন। সেই জালেই একসঙ্গে ২৭টি মেদ মাছ ধরেন তিনি। প্রতিটি মাছ প্রায় ১০ কেজি। ২৭টি মাছের মোট ওজন হয়েছে ১৭০ কেজি। আজ সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে মাছগুলো আনেন তিনি। এক পাইকারি ক্রেতার কাছে তিনি বেচেন ৬০০ টাকা কেজি ধরে।

নীলডুমুর ঘাটের মাছ ব্যবসায়ী আনসার শেখ বলেন, মেদ মাছ খানিকটা কাইন মাছের মতো। এই মাছ খেতে অত্যন্ত সুস্বাদু। এরা নদীতে একসঙ্গে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়। সচরাচর জালে এ মাছ ধরা না পড়লেও বাবলুর জালে ধরা পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত