Ajker Patrika

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৫: ৫১
ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় শ্যালো ইঞ্জিনচালিত ধান-গম মাড়াইয়ের গাড়ি উল্টে শিমুল হোসেন (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ভেড়ামারা-আল্লার দর্গা সড়কের সাতবাড়িয়া সোনার বাংলা মুড়ি ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি ধরমপুর ইউনিয়নের কাজীহাটার দক্ষিণপাড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে। তিনি ধান ও গম মাড়াইয়ের শ্রমিক ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শিমুল হেসেন গ্রামে গিয়ে মাড়াইয়ের যন্ত্র দিয়ে ধান-গম মারাই করে দিতেন। ভেড়ামারা থেকে ওই গাড়ি নিয়ে কাজীহাটায় রওনা দেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। 

ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান বলেন, গাড়িটা নিজে থেকেই উল্টে যায়। এতে চাপা পড়ে তাঁর মৃত্যু হয়। সংবাদ পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও থানার পুলিশ ঘটনাস্থলের উপস্থিত হয়। পরে মরদেহ উদ্ধার করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত