খুলনা প্রতিনিধি
যশোরের অভয়নগরে কলেজছাত্র বাবু হত্যা মামলায় আসামি মো. রাজ্জাক পাটোয়ারীকে (২০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় দেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. মাজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে জানান, ২০২০ সালের ১ জুন রাতে কলেজছাত্র নুরুজ্জামান বাবুকে তাঁর বাড়ির পাশে আমবাগানে ডেকে চেতনানাশক মিশ্রিত কোমলপানীয় খাইয়ে অচেতন করে। পরে গামছা দিয়ে চোখ বেঁধে তাঁকে পুড়াখালী গ্রামের সরকারি বাঁওড়ের পাশে নিয়ে রশি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। মরদেহ বাঁওড়ের কচুরিপানা নিচে লুকিয়ে রাখে।
পর দিন ২ জুন বাবুর মোবাইল থেকে তাঁর বাবাকে কল করে অজ্ঞাতপরিচয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ২ জুন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই সূত্রধরে পুলিশ আসামি রাজ্জাক পাটোয়ারীকে আটক করে। আটকের পর তাঁর স্বীকারোক্তি মোতাবেক ৪ জুন বাবুর মরদেহ বাঁওড়ের কচুরিপানা থেকে উদ্ধার করা হয়।
একই দিন নিহতের বাবা মো. ইমরান গাজী বাদী হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আজ বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।
যশোরের অভয়নগরে কলেজছাত্র বাবু হত্যা মামলায় আসামি মো. রাজ্জাক পাটোয়ারীকে (২০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় দেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. মাজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে জানান, ২০২০ সালের ১ জুন রাতে কলেজছাত্র নুরুজ্জামান বাবুকে তাঁর বাড়ির পাশে আমবাগানে ডেকে চেতনানাশক মিশ্রিত কোমলপানীয় খাইয়ে অচেতন করে। পরে গামছা দিয়ে চোখ বেঁধে তাঁকে পুড়াখালী গ্রামের সরকারি বাঁওড়ের পাশে নিয়ে রশি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। মরদেহ বাঁওড়ের কচুরিপানা নিচে লুকিয়ে রাখে।
পর দিন ২ জুন বাবুর মোবাইল থেকে তাঁর বাবাকে কল করে অজ্ঞাতপরিচয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ২ জুন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই সূত্রধরে পুলিশ আসামি রাজ্জাক পাটোয়ারীকে আটক করে। আটকের পর তাঁর স্বীকারোক্তি মোতাবেক ৪ জুন বাবুর মরদেহ বাঁওড়ের কচুরিপানা থেকে উদ্ধার করা হয়।
একই দিন নিহতের বাবা মো. ইমরান গাজী বাদী হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আজ বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।
শায়েস্তাগঞ্জে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভবনের ঠিকাদার মোবাশ্বির মিয়া আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
২৯ মিনিট আগেতামাবিল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগের উপসমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমনসহ দুজনকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
৩৮ মিনিট আগেজুলাই শহীদ দিবসকে সামনে রেখে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাম্পাসে আগামীকাল রোববার সন্ধ্যা থেকে ৬২ ঘণ্টার জন্য বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
৪৩ মিনিট আগেযুবদল নেতার ৫ কোটি টাকা চাঁদা দাবি এবং শরীয়তপুরের গাড়ি রাজধানীর যাত্রাবাড়ীতে ঢুকতে বাধা দেওয়ার প্রতিবাদে পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ হয়েছে। এ সময় পদ্মা সেতু দিয়ে যান চলাচল প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকে। পরে থানা-পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
১ ঘণ্টা আগে