Ajker Patrika

খুমেকের পিসিআর ল্যাব বন্ধ থাকবে ৩ দিন 

আবু হাসান, খুলনা
খুমেকের পিসিআর ল্যাব বন্ধ থাকবে ৩ দিন 

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব আজ বৃহস্পতিবার থেকে আগামী তিনদিন বন্ধ রাখা হয়েছে। ল্যাবের পরিবেশ দূষিত হওয়ার ফলে পিসিআর ল্যাবের ফলাফলে সমস্যা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন খুলনার সিভিল সার্জন নিয়াজ মাহমুদ।  

আজকের পত্রিকাকে নিয়াজ মাহমুদ জানান, আগামী রোববার থেকে এই ল্যাবে পুনরায় করোনা পরীক্ষা শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে। তবে বন্ধের সময়ও নমুনা সংগ্রহ অব্যাহত থাকবে। এই নমুনাগুলো ঢাকা থেকে পরীক্ষা করিয়ে আনা হচ্ছে।
 
খোঁজ নিয়ে জানা যায়, চালু হওয়ার ১৫ মাসের মাথায় খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাব দূষিত হয়েছে। গতকাল নমুনা পরীক্ষা করতে গিয়ে এমনটি ধরা পড়ার পর আজ থেকে ল্যাবটির কার্যক্রম বন্ধ করে দূষণমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।  

তবে ল্যাবটি বন্ধ থাকলেও আজ থেকে মজুত থাকা নমুনাগুলো ঢাকায় পাঠিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে অবস্থান করা রোগীদের মধ্যে যাদের পরীক্ষার প্রয়োজন হবে, তাদের নমুনা সংগ্রহ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে পরীক্ষা করা হবে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মসজিদে আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় লাঞ্ছিত বিএনপি নেতা

বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ

বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন থেকে আগ্নেয়াস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার

তিন ঘণ্টা পর আংশিক চালু মেট্রোরেল

ঘুষ হিসেবে পাকা কলা নেওয়ার কথা স্বীকার, দুদকের গণশুনানিতে তাৎক্ষণিক বদলির আদেশ

এলাকার খবর
Loading...