Ajker Patrika

বাগেরহাটে আগুনে পুড়ল ১০ দোকান, নেভাতে গিয়ে আহত তিন ফায়ার সার্ভিসকর্মী

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২৩, ১২: ৪৭
বাগেরহাটে আগুনে পুড়ল ১০ দোকান, নেভাতে গিয়ে আহত তিন ফায়ার সার্ভিসকর্মী

বাগেরহাটের রামপালে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। গতকাল রোববার রাত সাড়ে ১১ টার দিকে গোনাই বাজারে এ আগুন লাগে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ৩ ঘণ্টা চেষ্টা চারিয়ে আগুন নেভাতে সক্ষম হন। এর আগেই দোকানগুলোর সব মালামাল পুড়ে যায়। এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাগেরহাটের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আহত ফায়ার সার্ভিসের তিন কর্মীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার ইসাবুল মোল্লা (৩৫), টুটুল সরকার (২৫) ও আব্দুল কাদের জনি (২৪)।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রনিকস, হার্ডওয়্যার, কম্পিউটার, মুদি ও চায়ের দোকান।

ক্ষতিগ্রস্ত দোকানমালিক উত্তম বৈরাগী আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে একটি ইলেকট্রনিকসের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ১০টি দোকান পুড়ে যায়। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়েছেন। শুধু আমার দোকানেরই এক কোটি টাকার বেশি পণ্য পুড়ে গেছে।’ এ ক্ষতি কাটাতে সরকারের সহায়তার দাবি জানান তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাগেরহাটের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, ‘প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছি। আগুন নেভানোর সময় তেলের ড্রামের গরম তেল ছিটকে তিন ফায়ার ফাইটার আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত