Ajker Patrika

তালাবদ্ধ ঘরে পড়ে ছিল যুবকের গলাকাটা মরদেহ, স্ত্রী আটক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
তালাবদ্ধ ঘরে পড়ে ছিল যুবকের গলাকাটা মরদেহ, স্ত্রী আটক

সাতক্ষীরার শ্যামনগরে নিজ বাড়ি থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার বলছে, পারিবারিক কলহের জেরে তার স্ত্রী হত্যা করেছে। ঘটনার পর পালিয়ে যাওয়া ওই যুবকের স্ত্রীকে আটক করে পরিবারের সদস্যরা।

আজ সোমবার সকালে উপজেলার আবাদচন্ডিপুর গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। নিহত যুবকের নাম আবু হাসান মালি (৩০)। তিনি ওই গ্রামের আব্দুল হামিদ মালির ছেলে, পেশায় রিকশাচালক ছিলেন।

ঘটনার পর খুলনার জিরো পয়েন্ট থেকে তার স্ত্রীকে স্থানীয় জনতা আটক করে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতের খাবার খেয়ে পাঁচ বছরের একমাত্র সন্তানকে নিয়ে শোয়ার ঘরে ঘুমিয়ে পড়ে আবু হাসান ও খাদিজা বেগম। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ছেলে-বউ-নাতির সাড়া না পেয়ে আব্দুল হামিদ তাদের ডাকতে যায়। এ সময় বাইরে থেকে ঘর তালাবদ্ধ দেখে তিনি জানালা খুলে ভেতরে আবু হাসানের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে গ্রাম-পুলিশ নুরে আলমের মাধ্যমে খবর পেয়ে ইউএনও ডা. সঞ্জীব দাস সেনা সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

নিহতের বাবা আব্দুল হামিদ জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে পুত্রবধূ তার ছেলেকে গলা কেটে হত্যা করেছে। তার ছেলে ঢাকায় রিকশা চালাতেন। খাদিজা বেগমের দুই ভাই একদিন আগে ভারত থেকে বাংলাদেশে আসে। আবু হাসানকে তারা সম্মিলিত পরিকল্পনায় হত্যা করেছে।

তিনি আরও জানান, ভোর রাতের কোনো এক সময়ে ছেলেকে গলা কেটে হত্যার পর একমাত্র সন্তানকে নিয়ে খাদিজা পালিয়ে যায়। এ সময় বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে দেয় তাঁর পুত্রবধূ।

ইউএনও সঞ্জীব দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করার পর মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। আবু হাসানের পরিবারের সদস্যরা খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে নিহতের স্ত্রীকে আটক করে সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত