শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে নিজ বাড়ি থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার বলছে, পারিবারিক কলহের জেরে তার স্ত্রী হত্যা করেছে। ঘটনার পর পালিয়ে যাওয়া ওই যুবকের স্ত্রীকে আটক করে পরিবারের সদস্যরা।
আজ সোমবার সকালে উপজেলার আবাদচন্ডিপুর গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। নিহত যুবকের নাম আবু হাসান মালি (৩০)। তিনি ওই গ্রামের আব্দুল হামিদ মালির ছেলে, পেশায় রিকশাচালক ছিলেন।
ঘটনার পর খুলনার জিরো পয়েন্ট থেকে তার স্ত্রীকে স্থানীয় জনতা আটক করে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতের খাবার খেয়ে পাঁচ বছরের একমাত্র সন্তানকে নিয়ে শোয়ার ঘরে ঘুমিয়ে পড়ে আবু হাসান ও খাদিজা বেগম। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ছেলে-বউ-নাতির সাড়া না পেয়ে আব্দুল হামিদ তাদের ডাকতে যায়। এ সময় বাইরে থেকে ঘর তালাবদ্ধ দেখে তিনি জানালা খুলে ভেতরে আবু হাসানের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে গ্রাম-পুলিশ নুরে আলমের মাধ্যমে খবর পেয়ে ইউএনও ডা. সঞ্জীব দাস সেনা সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
নিহতের বাবা আব্দুল হামিদ জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে পুত্রবধূ তার ছেলেকে গলা কেটে হত্যা করেছে। তার ছেলে ঢাকায় রিকশা চালাতেন। খাদিজা বেগমের দুই ভাই একদিন আগে ভারত থেকে বাংলাদেশে আসে। আবু হাসানকে তারা সম্মিলিত পরিকল্পনায় হত্যা করেছে।
তিনি আরও জানান, ভোর রাতের কোনো এক সময়ে ছেলেকে গলা কেটে হত্যার পর একমাত্র সন্তানকে নিয়ে খাদিজা পালিয়ে যায়। এ সময় বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে দেয় তাঁর পুত্রবধূ।
ইউএনও সঞ্জীব দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করার পর মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। আবু হাসানের পরিবারের সদস্যরা খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে নিহতের স্ত্রীকে আটক করে সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করেছে।
সাতক্ষীরার শ্যামনগরে নিজ বাড়ি থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার বলছে, পারিবারিক কলহের জেরে তার স্ত্রী হত্যা করেছে। ঘটনার পর পালিয়ে যাওয়া ওই যুবকের স্ত্রীকে আটক করে পরিবারের সদস্যরা।
আজ সোমবার সকালে উপজেলার আবাদচন্ডিপুর গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। নিহত যুবকের নাম আবু হাসান মালি (৩০)। তিনি ওই গ্রামের আব্দুল হামিদ মালির ছেলে, পেশায় রিকশাচালক ছিলেন।
ঘটনার পর খুলনার জিরো পয়েন্ট থেকে তার স্ত্রীকে স্থানীয় জনতা আটক করে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতের খাবার খেয়ে পাঁচ বছরের একমাত্র সন্তানকে নিয়ে শোয়ার ঘরে ঘুমিয়ে পড়ে আবু হাসান ও খাদিজা বেগম। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ছেলে-বউ-নাতির সাড়া না পেয়ে আব্দুল হামিদ তাদের ডাকতে যায়। এ সময় বাইরে থেকে ঘর তালাবদ্ধ দেখে তিনি জানালা খুলে ভেতরে আবু হাসানের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে গ্রাম-পুলিশ নুরে আলমের মাধ্যমে খবর পেয়ে ইউএনও ডা. সঞ্জীব দাস সেনা সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
নিহতের বাবা আব্দুল হামিদ জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে পুত্রবধূ তার ছেলেকে গলা কেটে হত্যা করেছে। তার ছেলে ঢাকায় রিকশা চালাতেন। খাদিজা বেগমের দুই ভাই একদিন আগে ভারত থেকে বাংলাদেশে আসে। আবু হাসানকে তারা সম্মিলিত পরিকল্পনায় হত্যা করেছে।
তিনি আরও জানান, ভোর রাতের কোনো এক সময়ে ছেলেকে গলা কেটে হত্যার পর একমাত্র সন্তানকে নিয়ে খাদিজা পালিয়ে যায়। এ সময় বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে দেয় তাঁর পুত্রবধূ।
ইউএনও সঞ্জীব দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করার পর মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। আবু হাসানের পরিবারের সদস্যরা খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে নিহতের স্ত্রীকে আটক করে সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করেছে।
ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
২৫ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৩০ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৩২ মিনিট আগেচট্টগ্রামে চকবাজারে ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে রিকশাসহ নালায় পড়ে নিখোঁজ হওয়া ৬ মাস বয়সী শিশু সেহেরিশের মরদেহ ১৪ ঘণ্টা পর দুর্ঘটনাস্থলের প্রায় ৫ কিলোমিটার দূরে নিজ বাসার পাশে একটি খাল থেকে উদ্ধার হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর চামড়ার গুদাম এলাকার চাক্তাই খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগে