কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে সেখান থেকে শুধু টাকা নিয়েছে চোর, কোনো কাগজপত্র নেয়নি বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মো. আরিফুজ্জামান। খবর পেয়ে অফিস পরিদর্শন করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে এ চুরির ঘটনাটি ঘটে। গত বৃহস্পতিবার শহরের পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, গতকাল রাতে অফিসের সার্ভেয়ার শফিকুল ইসলামের কক্ষের পেছনের জানালার গ্রিল কেটে চোর ভেতরে প্রবেশ করে। আলমারির তালা ভেঙে ড্রয়ার থেকে টাকা চুরি করেছে চোর।
সার্ভেয়ার শফিকুল ইসলাম বলেন, ‘আলমারিতে আমার ব্যক্তিগত সাত থেকে আট হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোর।’
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মো. আরিফুজ্জামান বলেন, ‘অফিস থেকে সরকারি কোনো সম্পদ চুরি হয়নি। চোরেরা সার্ভেয়ার শফিকুল ইসলামের ব্যক্তিগত টাকা চুরি করেছে। ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে।’
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) বিদূষ বিশ্বাস আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোররাতে শহরের পাঁচটি দোকান থেকে প্রায় চার লাখ টাকা চুরি হয়েছে। এ ছাড়া একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির চেষ্টা চালিয়েছে।
উপজেলার আমির হোসেন মার্কেটের একাত্তর টেলিকমের চয়ন মিত্রের দোকানে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে এক যুবক মুখে কাপড় পেঁচিয়ে দোকানের ভেতর ঢুকে ক্যাশ বাক্স ভেঙে টাকা চুরি করছেন।
শহরের ভিগো শোরুমের পরিচালক হাসানুর রহমান বলেন, ‘রাত ৪টা থেকে সাড়ে ৪টার ভেতরে শোরুমের তালা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশবাক্স থেকে আনুমানিক ৩০ হাজার টাকা চুরি করেছে।’
শহরের বিভিন্ন দোকানে চুরি সংঘটিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
যশোরের কেশবপুর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে সেখান থেকে শুধু টাকা নিয়েছে চোর, কোনো কাগজপত্র নেয়নি বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মো. আরিফুজ্জামান। খবর পেয়ে অফিস পরিদর্শন করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে এ চুরির ঘটনাটি ঘটে। গত বৃহস্পতিবার শহরের পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, গতকাল রাতে অফিসের সার্ভেয়ার শফিকুল ইসলামের কক্ষের পেছনের জানালার গ্রিল কেটে চোর ভেতরে প্রবেশ করে। আলমারির তালা ভেঙে ড্রয়ার থেকে টাকা চুরি করেছে চোর।
সার্ভেয়ার শফিকুল ইসলাম বলেন, ‘আলমারিতে আমার ব্যক্তিগত সাত থেকে আট হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোর।’
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মো. আরিফুজ্জামান বলেন, ‘অফিস থেকে সরকারি কোনো সম্পদ চুরি হয়নি। চোরেরা সার্ভেয়ার শফিকুল ইসলামের ব্যক্তিগত টাকা চুরি করেছে। ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে।’
কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) বিদূষ বিশ্বাস আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোররাতে শহরের পাঁচটি দোকান থেকে প্রায় চার লাখ টাকা চুরি হয়েছে। এ ছাড়া একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির চেষ্টা চালিয়েছে।
উপজেলার আমির হোসেন মার্কেটের একাত্তর টেলিকমের চয়ন মিত্রের দোকানে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে এক যুবক মুখে কাপড় পেঁচিয়ে দোকানের ভেতর ঢুকে ক্যাশ বাক্স ভেঙে টাকা চুরি করছেন।
শহরের ভিগো শোরুমের পরিচালক হাসানুর রহমান বলেন, ‘রাত ৪টা থেকে সাড়ে ৪টার ভেতরে শোরুমের তালা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশবাক্স থেকে আনুমানিক ৩০ হাজার টাকা চুরি করেছে।’
শহরের বিভিন্ন দোকানে চুরি সংঘটিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট এই সমাবেশের আয়োজন করে।
৭ মিনিট আগেবাংলাদেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার এবার সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট সংযোগের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। আগামী জুলাই থেকে কক্সবাজার বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। এটি হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে বা প্রবেশদ্বার। এই লক্ষ্য পূরণে বেসামরিক বিমান
১৪ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন নারী স্বজনেরা। এ সময় তাঁদের হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। আজ সোমবার আড়াইহাজার থানার গেটে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেদিনাজপুরের বিরলে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় চারজনের নামে হত্যা মামলা হয়েছে। এতে ভবেশকে মানসিক চাপ দিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। আজ সোমবার বিকেলে ভবেশের ছেলে স্বপন চন্দ্র রায় বাদী হয়ে বিরল থানায় মামলাটি করেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানার ভারপ্
২৪ মিনিট আগে