Ajker Patrika

কেশবপুর ভূমি অফিসের জানালা ভেঙে চুরির অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২৩, ১৮: ০১
কেশবপুর ভূমি অফিসের জানালা ভেঙে চুরির অভিযোগ

যশোরের কেশবপুর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে সেখান থেকে শুধু টাকা নিয়েছে চোর, কোনো কাগজপত্র নেয়নি বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মো. আরিফুজ্জামান। খবর পেয়ে অফিস পরিদর্শন করেছে পুলিশ। 

গতকাল শনিবার রাতে এ চুরির ঘটনাটি ঘটে। গত বৃহস্পতিবার শহরের পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। 

ভূমি অফিস সূত্রে জানা গেছে, গতকাল রাতে অফিসের সার্ভেয়ার শফিকুল ইসলামের কক্ষের পেছনের জানালার গ্রিল কেটে চোর ভেতরে প্রবেশ করে। আলমারির তালা ভেঙে ড্রয়ার থেকে টাকা চুরি করেছে চোর। 

সার্ভেয়ার শফিকুল ইসলাম বলেন, ‘আলমারিতে আমার ব্যক্তিগত সাত থেকে আট হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোর।’ 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মো. আরিফুজ্জামান বলেন, ‘অফিস থেকে সরকারি কোনো সম্পদ চুরি হয়নি। চোরেরা সার্ভেয়ার শফিকুল ইসলামের ব্যক্তিগত টাকা চুরি করেছে। ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে।’ 

কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) বিদূষ বিশ্বাস আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোররাতে শহরের পাঁচটি দোকান থেকে প্রায় চার লাখ টাকা চুরি হয়েছে। এ ছাড়া একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির চেষ্টা চালিয়েছে। 

উপজেলার আমির হোসেন মার্কেটের একাত্তর টেলিকমের চয়ন মিত্রের দোকানে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে এক যুবক মুখে কাপড় পেঁচিয়ে দোকানের ভেতর ঢুকে ক্যাশ বাক্স ভেঙে টাকা চুরি করছেন। 

শহরের ভিগো শোরুমের পরিচালক হাসানুর রহমান বলেন, ‘রাত ৪টা থেকে সাড়ে ৪টার ভেতরে শোরুমের তালা ভেঙে ভেতরে ঢুকে ক্যাশবাক্স থেকে আনুমানিক ৩০ হাজার টাকা চুরি করেছে।’ 

শহরের বিভিন্ন দোকানে চুরি সংঘটিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত