Ajker Patrika

করোনা টিকা গ্রহণের পর দিন জ্বরে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০০: ৩৪
করোনা টিকা গ্রহণের পর দিন জ্বরে গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরের উপজেলার বেণিপুরের করোনা টিকা দেওয়ার পর জ্বরে রেখা খাতুন (২৮) নামে এক গৃহবধূ মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। 

জানা যায়, গতকাল বুধবার সকালে করোনা টিকা গ্রহণ করেন রেখা খাতুন। রেখা খাতুন করোনা টিকা নেওয়ার পরের দিন সকালে মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। এ ঘটনায় বেনীপুর গ্রামের মানুষের মধ্যে করোনা টিকা আতঙ্ক বিরাজ করছে। 

নিহতের পারিবারিক সূত্র থেকে জানা যায়, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের আমিনুর রহমানের স্ত্রী রেখা খাতুন দুই সন্তানের জননী। তিনি বুধবার করোনা ভ্যাকসিন গ্রহণের পর মারাত্মকভাবে জ্বরে আক্রান্ত হয়ে পড়েন। এ অবস্থায় পরিবারের লোকজন রেখা খাতুনকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

এই মৃত্যুর ঘটনায় সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আসাদুজ্জামান বলেন, 'গৃহবধূ রেখা খাতুন বুধবার করোনা ভ্যাকসিন নেয়ার পর জ্বরে আক্রান্ত হন। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। '

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, 'রেখা খাতুন জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। ভ্যাকসিন রিঅ্যাকশন হলে, ভ্যাকসিন দেওয়ার এক ঘন্টার মধ্যে পার্শপ্রতিক্রিয়া দেখা যাবে'। 

পরিবারের সদস্যদের নিকট থেকে জানা যায, রাতে তার খুব জ্বর আসলেও কোন ওষুধ খায়নি। বৃহস্পতিবার সকালে জ্বর অবস্থায় কাজ করার সময় জ্ঞান হারিয়ে ফেলে। হাসপাতালে নিয়ে আসলে রোগী বেচে নেই বলে ডাক্তার জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত