Ajker Patrika

সাতক্ষীরায় প্রতারক চক্রের ২ সদস্য আটক

সাতক্ষীরা প্রতিনিধি
আটক প্রতারকচক্রের দুই সদস্য। ছবি: আজকের পত্রিকা
আটক প্রতারকচক্রের দুই সদস্য। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরায় কয়েকটি দেশের জাল ডলার, জাল টাকা ছাপানোর মেশিনসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা পৌরসভার কাটিয়া এলাকার একটি ভাড়াবাড়ি থেকে তাঁদের আটক করেন সদর আর্মি ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পূর্ব বিড়ালহ্মী গ্রামের আব্দুর রহিম সানার ছেলে জুলকার নাঈম সানা এবং উত্তর আটুলিয়া গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে রাসেল গাজী।

সদর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মুশফিক আহমেদ জানান, কাটিয়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন দেশের ডলার ও টাকা কালার প্রিন্টারের মাধ্যমে ছাপিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন আটক ব্যক্তিরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। এ সময় তাঁদের কাছে থাকা একটি কালার প্রিন্টার, একটি ল্যাপটপ, তিনটি স্মার্টফোন, তিনটি বাটন ফোন, নগদ ৫১ হাজার ৯৮৫ টাকা, নিজস্ব সিল-প্যাডসহ অন্যান্য মালামাল জব্দ করেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান সদর আর্মি ক্যাম্পের কমান্ডার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত