ইবি প্রতিনিধি
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়েছেন শাহবুব আলম নামে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক এক শিক্ষার্থী। গত ২৭ ফেব্রুয়ারি ঢাকায় দুদক কার্যালয়ে চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগে তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে ঘুষ গ্রহণ, দুর্নীতি ও অবৈধ লেনদেনের বিষয় উত্থাপন করেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে অভিযোগের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ওই শিক্ষার্থী নিজেই।
অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে শিক্ষক নিয়োগ বাতিল করে পুনরায় শিক্ষক নিয়োগ নির্বাচনী বোর্ড আয়োজনের দাবি জানান। এ ছাড়া উপাচার্যের নিয়োগ-সংক্রান্ত ফাঁস হওয়া কথোপকথনের অডিওসহ আনুষঙ্গিক আরও তথ্য সংযুক্ত করা হয়।
অভিযোগকারী শিক্ষার্থী মো. শাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অনুষ্ঠিত শিক্ষক নিয়োগ নির্বাচনী বোর্ডে প্রার্থী হিসেবে লিখিত পরীক্ষায় এবং সাক্ষাৎকারে অংশ নিয়েছি। আমার সব একাডেমিক ফলাফল ও অভিজ্ঞতা বেশি থাকা সত্ত্বেও সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্য দুজনকে চূড়ান্ত নিয়োগ দেন। তাই এর প্রতিকার পেতে আমি দুদকে অভিযোগ দিয়েছি।’
এদিকে গত মঙ্গলবার রাতে নিয়োগ-সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের আরও একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে চাকরি প্রার্থীকে প্রথম ও দ্বিতীয় স্থান দেওয়ার কথা বলতে শোনা যায় উপাচার্যকে।
এর আগে ১৬ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে উপাচার্যের ‘কণ্ঠের মতো’ আটটি অডিও ফাঁস হয়েছে। এ ঘটনায় পরদিন ১৭ ফেব্রুয়ারি উপাচার্যের নির্দেশে ইবি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। সবগুলো অডিওতে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের একপক্ষীয় কণ্ঠ শোনা গেছে। এসব অডিও ফাঁসের ঘটনায় পাঁচটি নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সার্বিক বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামকে মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য, গত বছরের ২৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দুজন প্রভাষক নিয়োগ নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হয়। গত ৩০ অক্টোবর সিন্ডিকেট সভায় দুজন প্রভাষক নিয়োগ দেওয়া হয়।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়েছেন শাহবুব আলম নামে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক এক শিক্ষার্থী। গত ২৭ ফেব্রুয়ারি ঢাকায় দুদক কার্যালয়ে চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগে তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে ঘুষ গ্রহণ, দুর্নীতি ও অবৈধ লেনদেনের বিষয় উত্থাপন করেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে অভিযোগের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ওই শিক্ষার্থী নিজেই।
অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে শিক্ষক নিয়োগ বাতিল করে পুনরায় শিক্ষক নিয়োগ নির্বাচনী বোর্ড আয়োজনের দাবি জানান। এ ছাড়া উপাচার্যের নিয়োগ-সংক্রান্ত ফাঁস হওয়া কথোপকথনের অডিওসহ আনুষঙ্গিক আরও তথ্য সংযুক্ত করা হয়।
অভিযোগকারী শিক্ষার্থী মো. শাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অনুষ্ঠিত শিক্ষক নিয়োগ নির্বাচনী বোর্ডে প্রার্থী হিসেবে লিখিত পরীক্ষায় এবং সাক্ষাৎকারে অংশ নিয়েছি। আমার সব একাডেমিক ফলাফল ও অভিজ্ঞতা বেশি থাকা সত্ত্বেও সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্য দুজনকে চূড়ান্ত নিয়োগ দেন। তাই এর প্রতিকার পেতে আমি দুদকে অভিযোগ দিয়েছি।’
এদিকে গত মঙ্গলবার রাতে নিয়োগ-সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের আরও একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে চাকরি প্রার্থীকে প্রথম ও দ্বিতীয় স্থান দেওয়ার কথা বলতে শোনা যায় উপাচার্যকে।
এর আগে ১৬ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে উপাচার্যের ‘কণ্ঠের মতো’ আটটি অডিও ফাঁস হয়েছে। এ ঘটনায় পরদিন ১৭ ফেব্রুয়ারি উপাচার্যের নির্দেশে ইবি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। সবগুলো অডিওতে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের একপক্ষীয় কণ্ঠ শোনা গেছে। এসব অডিও ফাঁসের ঘটনায় পাঁচটি নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সার্বিক বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামকে মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য, গত বছরের ২৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দুজন প্রভাষক নিয়োগ নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হয়। গত ৩০ অক্টোবর সিন্ডিকেট সভায় দুজন প্রভাষক নিয়োগ দেওয়া হয়।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
১ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
১ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
১ ঘণ্টা আগে