Ajker Patrika

নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মোমবাতি প্রজ্বালন

খুবি প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২১: ২১
নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মোমবাতি প্রজ্বালন

নিরাপদ সড়কের দাবি ও শিক্ষার্থী হত্যার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মোমবাতি প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে প্রায় ১৭ জন শিক্ষার্থী এ কর্মসূচি পালন করেছেন। 

কর্মসূচিতে বক্তারা বলেন, 'সড়ক দুর্ঘটনা বাংলাদেশে মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশে প্রতিনিয়ত সড়কে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। এর সম্পূর্ণ দায়ভার সরকারকে নিতে হবে। আমরা আজ দাবি জানাচ্ছি আর যেন সড়কে একটিও প্রাণ না ঝরে। বাংলাদেশ সরকারের নিকট অবিলম্বে নিরাপদ সড়ক নিশ্চিত করার অনুরোধ জানাচ্ছি।' 

এ সময় বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, 'খুলনা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়কটি সবার জন্য অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত ১৪ দিনে আমরা ৪-৫টি দুর্ঘটনা দেখতে পেয়েছি। প্রশাসন এখনো যদি কোনো ব্যবস্থা না গ্রহণ করে তাহলে এরপর কোনো দুর্ঘটনা ঘটলে কড়া জবাব দেওয়া হবে।' 

কর্মসূচিতে বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাধন মণ্ডল বলেন, 'সারা দেশব্যপী নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে আমরাও তাদের সঙ্গে একাত্মতা পোষণ করছি। বর্তমানে আমাদের দেশের রাজপথে শিক্ষার্থীদের স্বপ্ন ঝরে যাচ্ছে। মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আমরা এর দ্রুত নিরসন চাই।' 

আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, 'বাংলাদেশে বর্তমানে শিক্ষার্থীদের অকাতরে প্রাণ ঝরে যায় শুধু কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে। শিক্ষার্থীরা যে ৯টি দাবি জানিয়েছে সেগুলো যৌক্তিক। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলছি এখন অনেক কিছু নিয়েই খেলা চলছে। কিন্তু মানুষের জীবন নিয়ে খেলবেন না। জনসাধারণকে ক্ষিপ্ত করবেন না। আমাদের “প্রাণ”-এর দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত