Ajker Patrika

‘গাভি পালন করে স্বাবলম্বী হতে পারে শিক্ষিত যুবকেরা’

প্রতিনিধি, ডুমুরিয়া (খুলনা)
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৩২
‘গাভি পালন করে স্বাবলম্বী হতে পারে শিক্ষিত যুবকেরা’

শিক্ষিত বেকার যুবকেরা চাকরির পেছনে না ছুটে মিল্ক ভিটা সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে গাভির খামার করে বেকারত্ব দূর করতে পারেন। দেশে দুধের চাহিদা পূরণ করে নিজেরাই স্বাবলম্বী হতে পারেন বলে মন্তব্য করেছেন পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

গতকাল শনিবার উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের খুলনা বিভাগের সমবায়ীদের মধ্যে ক্ষুদ্রঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মিল্ক ইউনিয়নের ব্যবস্থাপনা পরিচালক অমর চান বণিক, উপসচিব ইকবাল হোসেন, খুলনার যুগ্ম নিবন্ধক মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াদুদ, থুকড়া জনতা সমবায় সমিতির প্রিন্সিপাল অফিসার এসএম গোলাম কুদ্দুস, গরু পালনকারী রাম প্রসাদ ও চন্দনা রানী ঘোষ। সভা পরিচালনা করেন ডা. আশরাফুল ইসলাম।

সভা শেষে সমিতির ১৫০ জন সদস্যের হাতে ২ কোটি ৪০ লাখ টাকার চেক তুলে দেন প্রতিমন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত