Ajker Patrika

৪ কিলোমিটারে বসত ভিটা–ফসল আগুনে পুড়ে ছাই

কুষ্টিয়া প্রতিনিধি
৪ কিলোমিটারে বসত ভিটা–ফসল আগুনে পুড়ে ছাই

কুষ্টিয়ার ভেড়ামারা চার কিলোমিটার এলাকার ফসলি জমি, পানের বরজসহ বসত ভিটা আগুনে পুড়ে গেছে। আগুন নেভাতে কুষ্টিয়া ও পার্শ্ববর্তী জেলার ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট একযোগে কাজ করেছে। আজ রোববার উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। আগুন নেভাতে কুষ্টিয়া ও পার্শ্ববর্তী জেলার ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে।’ 

জানে আলম বলেন, ‘পানের বরজগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে—তা এখনো জানা যায়নি।’ 

ভেড়ামারা চার কিলোমিটার এলাকার আগুনফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অনেক ফসল ও পান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি।’ 

ভেড়ামারা চার কিলোমিটার এলাকার আগুনএলাকাবাসী জানান, আজ (রোববার) বেলা ১টার দিকে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় একটি পানের বরজে আগুন লাগে। এ সময় রায়টা, পাথরঘাট, মিটন নগর, আড়কান্দি, মাধবপুর, গোসাই পাড়া, মালিপাড়াসহ চার কিলোমিটার এলাকার ফসলি জমি, পানের বরজসহ বসতভিটা পুড়ে ছাই হয়ে যায়। বেলা ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এতে কয়েক শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

ভেড়ামারা চার কিলোমিটার এলাকার আগুনবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল রানা পবন আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনে কয়েক শ কোটি টাকার ক্ষতি হয়েছে। রায়টা থেকে শুরু করে বাহাদুরপুর পর্যন্ত শত শত বিঘা ফসল ও পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত