Ajker Patrika

কেসিসির সাবেক মেয়র খালেক ও তাঁর স্ত্রীর ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

খুলনা প্রতিনিধি
কেসিসির সাবেক মেয়র খালেক। ফাইল ছবি
কেসিসির সাবেক মেয়র খালেক। ফাইল ছবি

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তাঁর স্ত্রী বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুন নাহারের পাঁচ ব্যাংকের হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে। পাঁচটি ব্যাংক হিসাব, এফডিআর ও সঞ্চয়পত্র মিলিয়ে প্রায় ৮ কোটি ১০ লাখ টাকা অবরুদ্ধ করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরিফ হোসেন হায়দার এ আদেশ দেন। আজ সোমবার দুদকের খুলনা কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেন।

আবদুল ওয়াদুদ জানান, দুদকের প্রাথমিক অনুসন্ধান শেষে আজ সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তাঁর স্ত্রী সাবেক সংসদ সদস্য হাবিবুন নাহারের ব্যাংক হিসাব অবরুদ্ধের জন্য খুলনা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করে দুদক।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক তাঁদের আইএফআইসি ব্যাংক, এনসিসি ব্যাংক, বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের হিসাব, এফডিআর ও সঞ্চয়পত্রের ৮ কোটি ১০ লাখ টাকা অবরুদ্ধ করার আদেশ দেন। এর মধ্যে শুধু আইএফআইসি ব্যাংক খুলনা ব্রাঞ্চে ৫ কোটি টাকার হিসাব পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত