Ajker Patrika

খুবির সঙ্গে নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষর

খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষর সভা। ছবি: আজকের পত্রিকা
খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষর সভা। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সঙ্গে নেদারল্যান্ডসের ইরাসমাস ইউনিভার্সিটি রটারডামের ইনস্টিটিউট ফর হাউজিং এন্ড আরবান ডেভেলপমেন্ট স্টাডিজের (আইএইচএস) এমওইউ স্বাক্ষর হয়েছে। এমওইউ স্বাক্ষর ও কোলাবরেশনের লক্ষ্যে আজ বুধবার দুপুরে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা, স্থাপত্য, ব্যবসায় প্রশাসন, ডেভেলপমেন্ট স্টাডিজ, অর্থনীতি ডিসিপ্লিনের সঙ্গে আইএইচএস-এর মধ্যে স্টুডেন্ট এক্সচেঞ্জ, ফ্যাকাল্টি ভিজিট, শর্ট ট্রেনিং, জয়েন্ট সেমিনার কিংবা ওয়ার্কশপ আয়োজন ইত্যাদি বিষয়ে এমওইউ স্বাক্ষর নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রিসার্চ কোলাবরেশনের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশিদ খান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মো. আশিক উর রহমান, আইএইচএস’র নবনিযুক্ত প্রজেক্ট এন্ড পার্টনারশিপের প্রধান ড. অ্যান্থনি বনাডা-ফাচস, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।

পরে আইএইচএস’র নবনিযুক্ত প্রজেক্ট এন্ড পার্টনারশিপের প্রধান ড. অ্যান্থনি বনাডা-ফাচসকে উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

রামগড়ের ‘রুম পার্টি’ টর্চার সেলের হোতা সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

গাজীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত