Ajker Patrika

যশোর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

যশোর প্রতিনিধি
যশোর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দিবাগত রাতে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

মৃত ওই কয়েদির নাম সাদেক আলী (৭৭), তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার মহদীপুর গ্রামের আব্বাস আলীর ছেলে। 

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ কে এম সুজায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই সাদেক আলীর মারা যান। লাশ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ 

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি সাদেক আলী নারী ও শিশু নির্যাতন দমন আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত (৩০ বছর) আসামি। ২০২৩ সালের ১১ মার্চ তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে নিয়ে আনা হয়। 

আজ ভোর ৩টা ২৭ মিনিটে তার শ্বাসকষ্ট দেখা দেয়। জানতে পেরে রাতেই কারাগার থেকে যশোর সদর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত