খুলনা প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মাহমুদ হোসেনসহ ১৪ কর্মকর্তার ব্যক্তিগত নথি চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়। আগামী ৫ মার্চের মধ্যে তাঁদের নথি দুদক খুলনার সমন্বিত জেলা কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।
আজ বুধবার খুবিতে দুর্নীতির অভিযোগ তদন্তে অনুসন্ধানী দলের প্রধান উপপরিচালক আবদুল ওয়াদুদ স্বাক্ষরিত ওই চিঠি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠানো হয়। আবদুল ওয়াদুদ চিঠি পাঠানোর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
চিঠিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও পদোন্নতি বিধিমালা অনুযায়ী সাবেক ভিসি মাহমুদ হোসেনসহ ১৪ কর্মকর্তার বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগদানসংক্রান্ত আবেদনপত্র, নিয়োগপত্র, যোগদানপত্র, পদোন্নতির আদেশ এবং জাতীয় পরিচয়পত্রসহ ব্যক্তিগত নথির ছায়ালিপি চাওয়া হয়।
এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মাহমুদ হোসেন ও আরেক সাবেক ভিসি ফায়েকুজ্জামানের কর্মকালে নিয়োগপ্রাপ্ত ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা, নিয়োগ বোর্ডের সদস্যদের তালিকা, নিয়োগ কমিটির সভার কার্যবিবরণীসহ নিয়োগ ও পদোন্নতি নথির সত্যায়িত ছায়ালিপি চাওয়া হয়। অধ্যাপক মাহমুদ হোসেন ভিসি পদে দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়ের যেসব অডিট সম্পন্ন হয়েছে, সেসবের প্রতিবেদন এবং ওই সময়ের কোনো অডিট আপত্তি থাকলে তার জবাবও চাওয়া হয়েছে।
দুদক খুলনার উপপরিচালক আবদুল ওয়াদুদ বলেন, ‘২০ ফেব্রুয়ারি কমিশন সাবেক উপাচার্য অধ্যাপক মাহমুদ হোসেনের সময়কালের অনিয়ম অনুসন্ধানের নির্দেশ দিয়েছে। এর পর ২৪ ফেব্রুয়ারি চার সদস্যের টিম গঠন করা হয়। অনুসন্ধানে অপর উপাচার্য অধ্যাপক ফায়েক উজ্জামানের অনিয়মের তথ্য-প্রমাণ পেলে সেটিও কমিশনকে জানানো হবে।’
অভিযোগের বিষয়ে সাবেক উপাচার্য অধ্যাপক মাহমুদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ইচ্ছে করলে কাউকে নিয়োগ বা পদোন্নতি দেওয়া যায় না। প্রতিটি নিয়োগেই কমিটি ছিল, তারা যাচাই-বাছাই করেছে, পরীক্ষা নিয়েছে। সব বিবেচনায় নিয়ে নিয়োগ দিয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি।’
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মাহমুদ হোসেনসহ ১৪ কর্মকর্তার ব্যক্তিগত নথি চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়। আগামী ৫ মার্চের মধ্যে তাঁদের নথি দুদক খুলনার সমন্বিত জেলা কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।
আজ বুধবার খুবিতে দুর্নীতির অভিযোগ তদন্তে অনুসন্ধানী দলের প্রধান উপপরিচালক আবদুল ওয়াদুদ স্বাক্ষরিত ওই চিঠি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠানো হয়। আবদুল ওয়াদুদ চিঠি পাঠানোর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
চিঠিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও পদোন্নতি বিধিমালা অনুযায়ী সাবেক ভিসি মাহমুদ হোসেনসহ ১৪ কর্মকর্তার বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগদানসংক্রান্ত আবেদনপত্র, নিয়োগপত্র, যোগদানপত্র, পদোন্নতির আদেশ এবং জাতীয় পরিচয়পত্রসহ ব্যক্তিগত নথির ছায়ালিপি চাওয়া হয়।
এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মাহমুদ হোসেন ও আরেক সাবেক ভিসি ফায়েকুজ্জামানের কর্মকালে নিয়োগপ্রাপ্ত ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা, নিয়োগ বোর্ডের সদস্যদের তালিকা, নিয়োগ কমিটির সভার কার্যবিবরণীসহ নিয়োগ ও পদোন্নতি নথির সত্যায়িত ছায়ালিপি চাওয়া হয়। অধ্যাপক মাহমুদ হোসেন ভিসি পদে দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়ের যেসব অডিট সম্পন্ন হয়েছে, সেসবের প্রতিবেদন এবং ওই সময়ের কোনো অডিট আপত্তি থাকলে তার জবাবও চাওয়া হয়েছে।
দুদক খুলনার উপপরিচালক আবদুল ওয়াদুদ বলেন, ‘২০ ফেব্রুয়ারি কমিশন সাবেক উপাচার্য অধ্যাপক মাহমুদ হোসেনের সময়কালের অনিয়ম অনুসন্ধানের নির্দেশ দিয়েছে। এর পর ২৪ ফেব্রুয়ারি চার সদস্যের টিম গঠন করা হয়। অনুসন্ধানে অপর উপাচার্য অধ্যাপক ফায়েক উজ্জামানের অনিয়মের তথ্য-প্রমাণ পেলে সেটিও কমিশনকে জানানো হবে।’
অভিযোগের বিষয়ে সাবেক উপাচার্য অধ্যাপক মাহমুদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ইচ্ছে করলে কাউকে নিয়োগ বা পদোন্নতি দেওয়া যায় না। প্রতিটি নিয়োগেই কমিটি ছিল, তারা যাচাই-বাছাই করেছে, পরীক্ষা নিয়েছে। সব বিবেচনায় নিয়ে নিয়োগ দিয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি।’
যশোরের ঝিকরগাছায় যুবদল কর্মী পিয়াল হাসান হত্যা মামলার আসামি আমিরুল ইসলামের লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আমিরুলের স্বজনদের পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান আমিরুল ইসলাম (৫৬)। রাতে তাঁর লাশ
১০ মিনিট আগেপটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তাসহ ১২ সদস্যদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। কর্মস্থলে অনুপস্থিত ও কর্তব্যে অবহেলার কারণে আজ বুধবার সকালে জেলা প্রশাসকের স্বাক্ষরিত ওই নোটিশ পাঠানো হয়। ১০ কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা
২৮ মিনিট আগেবগুড়ার শেরপুরে লুট হওয়া পাম তেল ভর্তি ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পাওয়া গেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে নওগাঁর সাপাহার থেকে প্রায় ২২ লাখ টাকার পাম তেল উদ্ধার করেছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩৭ মিনিট আগেমতলবে অভিযান চালিয়ে ১০৮ কেজি নিষিদ্ধঘোষিত পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৪১ মিনিট আগে