গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুর–২ (গাংনী) আসনের হেমায়েতপুর গ্রামে নৌকার নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার ভোর ৪টার দিকে তাঁরা ওই কার্যালয়ে আগুন জ্বলতে দেখেন। কয়েকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব পুড়ে যায়।
নির্বাচনী অফিসের দায়িত্বে থাকা নৌকার কর্মী মো. শরীফুল ইসলাম জানান, রাত ১২টার পর তিনি অফিস বন্ধ করে বাড়ি চলে যান। ভোর চারটার দিকে তাঁর কাছে ফোন আসে কে বা কারা আগুন দিয়েছেন।
শরীফুল ইসলাম বলেন, ‘আমি কাউকে সন্দেহও করতে পারছি না, কারণ কে আগুন দিয়েছে এ ব্যাপারে নিশ্চিত করে বলতে পারছি না। এ কাজের সঙ্গে যারা জড়িত আছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
এই আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তবে একটি কুচক্রী মহল নির্বাচনী পরিবেশকে অশান্ত করে তুলতে হেমায়েতপুর নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি তাৎক্ষণিক প্রশাসনকে জানালে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আর এর সঙ্গে যে বা যাহারা জড়িত রয়েছেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তাঁরা।
গাংনী থানার ওসি তদন্ত মনোজিৎ কুমার নন্দী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, ‘আজ শুক্রবার ভোরে যে ঘটনাটা ঘটেছে তা আমরা শুনেছি। প্রার্থীদের সঙ্গে কথা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে যারা অপ্রীতিকর ঘটনা ঘটাবার চেষ্টা করবে তাদের কোনো রকমই ছাড় দেওয়া হবে না।’
মেহেরপুর–২ (গাংনী) আসনের হেমায়েতপুর গ্রামে নৌকার নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার ভোর ৪টার দিকে তাঁরা ওই কার্যালয়ে আগুন জ্বলতে দেখেন। কয়েকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব পুড়ে যায়।
নির্বাচনী অফিসের দায়িত্বে থাকা নৌকার কর্মী মো. শরীফুল ইসলাম জানান, রাত ১২টার পর তিনি অফিস বন্ধ করে বাড়ি চলে যান। ভোর চারটার দিকে তাঁর কাছে ফোন আসে কে বা কারা আগুন দিয়েছেন।
শরীফুল ইসলাম বলেন, ‘আমি কাউকে সন্দেহও করতে পারছি না, কারণ কে আগুন দিয়েছে এ ব্যাপারে নিশ্চিত করে বলতে পারছি না। এ কাজের সঙ্গে যারা জড়িত আছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
এই আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর আজকের পত্রিকাকে বলেন, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তবে একটি কুচক্রী মহল নির্বাচনী পরিবেশকে অশান্ত করে তুলতে হেমায়েতপুর নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি তাৎক্ষণিক প্রশাসনকে জানালে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আর এর সঙ্গে যে বা যাহারা জড়িত রয়েছেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তাঁরা।
গাংনী থানার ওসি তদন্ত মনোজিৎ কুমার নন্দী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, ‘আজ শুক্রবার ভোরে যে ঘটনাটা ঘটেছে তা আমরা শুনেছি। প্রার্থীদের সঙ্গে কথা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে যারা অপ্রীতিকর ঘটনা ঘটাবার চেষ্টা করবে তাদের কোনো রকমই ছাড় দেওয়া হবে না।’
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি আইসক্রিম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাট বাজারের উদয় আইসক্রিম ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাথাভাঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাছে নির্মাণসামগ্রী রাখার ঘরে বোমা হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআখেরি মোনাজাত উপলক্ষে শনিবার রাত ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে আবদুল্লাহপুর, টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর-নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত সড়কে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
১ ঘণ্টা আগেরাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন মাহফুজ সরকার ওরফে কিং মাহফুজ, জাহিদুল ভূঁইয়া শাওন, সাব্বির সরকার, আশিক ও সোহান মিয়া।
১ ঘণ্টা আগে