Ajker Patrika

দৌলতপুর সীমান্তে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৪

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১২: ৫৮
Thumbnail image
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমানের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার চার যুবক এবং উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মাদক দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা মাদকের বাজার মূল্য ৩ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চিলামী ইউনিয়নের ইনসাফনগর এলাকা থেকে দেশীয় একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করেন চিলমারী বিওপি বিজিবির সদস্যরা। তবে এ সময় কোনো আসামিকে আটক করতে পারেননি তাঁরা।

অন্যদিকে, গতকাল সন্ধ্যায় উপজেলার ইনসাফনগরের ক্রোফডনগর স্কুল এলাকা থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আল মামুন ইমন (২২), রাজিব হোসেন (২০) ও মুরাদ হোসেন (২৪) নামের তিন যুবকে আটক করে মহিষকুণ্ডির আশ্রয়ণ বিওপির বিজিবি সদস্যরা। এ সময় লাবু ফকির (৩৫) ও ফয়সাল মণ্ডল (৪০) নামের দুই আসামি পালিয়ে যান।

এ ছাড়া, গতকাল রাত ৯টার দিকে ডাংমড়কা বিজিবি চেকপোস্ট এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ রাশেদুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে মহিষকুণ্ডি বিওপির বিজিবি সদস্যরা।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, অস্ত্র, গুলি ও মাদকের ঘটনায় পৃথক মামলা হয়েছে। চার আসামিকে আজ শনিবার কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত