Ajker Patrika

দৌলতপুর সীমান্তে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৪

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১২: ৫৮
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমানের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার চার যুবক এবং উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মাদক দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা মাদকের বাজার মূল্য ৩ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চিলামী ইউনিয়নের ইনসাফনগর এলাকা থেকে দেশীয় একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করেন চিলমারী বিওপি বিজিবির সদস্যরা। তবে এ সময় কোনো আসামিকে আটক করতে পারেননি তাঁরা।

অন্যদিকে, গতকাল সন্ধ্যায় উপজেলার ইনসাফনগরের ক্রোফডনগর স্কুল এলাকা থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আল মামুন ইমন (২২), রাজিব হোসেন (২০) ও মুরাদ হোসেন (২৪) নামের তিন যুবকে আটক করে মহিষকুণ্ডির আশ্রয়ণ বিওপির বিজিবি সদস্যরা। এ সময় লাবু ফকির (৩৫) ও ফয়সাল মণ্ডল (৪০) নামের দুই আসামি পালিয়ে যান।

এ ছাড়া, গতকাল রাত ৯টার দিকে ডাংমড়কা বিজিবি চেকপোস্ট এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ রাশেদুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে মহিষকুণ্ডি বিওপির বিজিবি সদস্যরা।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, অস্ত্র, গুলি ও মাদকের ঘটনায় পৃথক মামলা হয়েছে। চার আসামিকে আজ শনিবার কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত