Ajker Patrika

তিন শ্রমিক প্রাণ হারানো খুলনার নির্মাণাধীন ভবনে নিরাপত্তা ব্যবস্থা ছিল না: পুলিশ

খুলনা প্রতিনিধি
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ০৩
তিন শ্রমিক প্রাণ হারানো খুলনার নির্মাণাধীন ভবনে নিরাপত্তা ব্যবস্থা ছিল না: পুলিশ

খুলনার কয়রায় যে নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে আজ মঙ্গলবার সকালে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে, সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে পুলিশ জানিয়েছে। 

আজ সকাল সাড়ে ৮টায় সোনাডাঙ্গা থানার বয়রা মহিলা কলেজের সামনে নির্মাণাধীন ১০তলা কর ভবনের কাজ করার সময় তিন শ্রমিক মাচা ভেঙে নিচে পড়ে যান।

নিহতরা হলেন– নগরীর দৌলতপুর মধ্যডাঙ্গা এলাকার শেখ বাবর আলীর ছেলে মো. আশরাফুল (২৫), পঞ্চগড়ের দেবিগঞ্জের ফুলবাড়ি এালাকার ফজলু হকের ছেলে মো. রাব্বি (২০) ও একই জেলার বোদা থানার মৃত হায়দার আলীর ছেলে মো. মামুন (২০)।  

তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে তিনজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।'

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে কর ভবনের নির্মাণকাজ করছিল রড মিস্ত্রিরা, অসাবধানতাবশত পাঁচ তলা থেকে পড়ে তিনজনের মৃত্যু হয়। নির্মাণাধীন ভবনে কোন সেফটি গার্ডের ব্যবস্থা ছিল না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত