Ajker Patrika

মোংলায় এক ভারতীয় নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
মোংলায় এক ভারতীয় নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোংলায় ভারতীয় এক নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মোংলা থানা-পুলিশ। তাঁর নাম অরবিন্দ কুমার শ্রীবাস্তব (৪১)। আজ রোববার দুপুরে দিগরাজেরনাসির উদ্দিন হাওলাদের ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে হিসাব বিভাগে সহকারী ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

ওসি বলেন, দুপুরে খবর পেয়ে ভারতের নাগরিক অরবিন্দ কুমারের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে তিনি ভাড়া বাসার রান্না ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় দড়ি লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে তাঁর সহকর্মীরা পুলিশকে জানিয়েছেন। দিগরাজের নাসির উদ্দিনের পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন তিনি। তবে পরিবারের কোনো সদস্য তাঁর সঙ্গে থাকতেন না বলেও জানান ওসি। 

তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না উল্লেখ করে ওসি বলেন, মরদেহটির প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত