Ajker Patrika

ঝিনাইদহে মেছো বিড়াল ও শাবক আটক

ঝিনাইদহ প্রতিনিধি
Thumbnail image

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামে একটি মেছো বিড়াল ও শাবক আটক করেছেন গ্রামবাসী। গতকাল রোববার রাতে ফাঁদ পেতে আটক করা হয়। এর আগে একটি বাচ্চাও আটক করেন তাঁরা। এ ঘটনা জানাজানি হলে এলাকার মানুষ মেছো বিড়াল ও শাবককে এক নজর দেখতে ভিড় করেন। 

এলাকাবাসী জানান, গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর মাঠের পাশে অদ্ভুত ডাকাডাকির শব্দ শোনা যায়। রোববার দুপুরে সোলাইমান মোল্লার বাড়ির পাশের কাঠের ঘরে একটি মেছো বিড়ালের শাবক পাওয়া যায়। পরে কেউ যেন ক্ষতি করতে না পারে এ কারণে শাবকটিকে নিরাপদে তাঁর বাড়িতে রাখা হয়। 

আটক করা মেছো বিড়াল ও শাবকসোলাইমান মোল্লা বলেন, বাড়িতে থাকা অবস্থায় মা ছাড়া শাবকটি আরও বেশি ডাকাডাকি করতে থাকে। পরে রাতে শিয়াল ধরার ফাঁদ বসিয়ে রাখা হয়। গভীর রাতে বিকট গর্জনের শব্দে এলাকাবাসী এক সঙ্গে গিয়ে দেখি বিশাল একটি মেছো বিড়াল আটকা পড়েছে। পরে প্রশাসনের লোকদের জানানো হয়েছে। 

হরিণাকুণ্ডু বন বিভাগের কর্মকর্তা (নার্সারি বিভাগ) দবির উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে যাই। তাঁরা শাবকসহ মা মেছো বিড়ালটি খাঁচায় আটকে রেখেছিল। এগুলো উদ্ধার করে একটি নির্জন জায়গা অবমুক্ত করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত