Ajker Patrika

চাঁদাবাজির অভিযোগে দৌলতপুরের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বহিষ্কার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ০২
চাঁদাবাজির অভিযোগে দৌলতপুরের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বহিষ্কার

কুষ্টিয়ার দৌলতপুরে গতকাল শনিবার দুপুরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুর ছাত্রদলের আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ককে বহিষ্কার করা হয়। ওই দিন রাতে উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীমকে দলের প্রাথমিক সদস্যপদসহ সবকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

শনিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কুষ্টিয়া জেলা শাখার দপ্তর সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপলের সিদ্ধান্তক্রমে তাঁদের বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া একই বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে সাংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ আনা হলেও কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ তা উল্লেখ করা হয়নি। 

তবে এ বিষয়ে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসে চাঁদাবাজি এবং দলের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ পেয়েছিলাম। তার ভিত্তিতে তদন্ত করে সত্যতা প্রমাণিত হওয়ায় কেন্দ্রের নির্দেশক্রমে তাঁকে বহিষ্কার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

পাকিস্তানে হামলায় ভারত এক দিনেই হারিয়েছে সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত